সজীব ওয়াজেদ জয়’র সুস্থতা ও দীর্ঘায়ু কামনা সজীব ওয়াজেদ জয়’র সুস্থতা ও দীর্ঘায়ু কামনা - ajkerparibartan.com
সজীব ওয়াজেদ জয়’র সুস্থতা ও দীর্ঘায়ু কামনা

3:04 pm , July 27, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য যোগাযোগ ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়’র দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত করা হয়েছে। গতকাল শনিবার তার জন্মদিন পালন উপলক্ষ্যে মহানগর আওয়ামী লীগ এ দোয়া মোনাজাতের আয়োজন করে। নগরীর কালী বাড়ী রোডের সেরনিয়াবাত ভবনে অনুষ্ঠিত দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড তালুকদার মো. ইউনুস, মহানগরের সম্পাদক এ্যাড. একেএম জাহাঙ্গীর, সহ-সভাপতি সাইদুর রহমান রিন্টু, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মোঃ হোসেন চৌধুরী, জেলা আ’লীগের সহ সভাপতি মসিউর রহমান মিন্টু, মহানগর যুবলীগের আহবায়ক নিজামুল ইসলাম, যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন, আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. সৈয়দ ওবায়দুল্লাহ সাজু, বিসিসি প্যানেল মেয়র গাজী নঈমুল ইসলাম লিটু, প্যানেল মেয়র এ্যাড. রফিকুল ইসলাম খোকন, মোয়াজ্জেম হোসেন চুন্নু, এ্যাড. ফজলুল করীম শাহিন, এ্যাড. কায়ূম খান কায়সার সহ নগরীর বিভিন্ন ওয়ার্ডের জন প্রতিনিধি ও দলীয় অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। বৃষ্টি উপেক্ষা করে অংশগ্রহণ করা নেতা কর্মিরা সজিব ওয়াজেদ জয়’র শারীরিক সুস্থতা ও দির্ঘায়ূ কামনা করে আল্লাহর কাছে দোয়া করেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নগরীর এবায়েদুল্লা জামে মসজিদের পেশ ইমাম মির্জা নুরুর রহমান বেগন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT