বানারীপাড়ার ফয়সাল বিপুল পরিমান অস্ত্র-গুলিসহ ঢাকায় গ্রেপ্তার বানারীপাড়ার ফয়সাল বিপুল পরিমান অস্ত্র-গুলিসহ ঢাকায় গ্রেপ্তার - ajkerparibartan.com
বানারীপাড়ার ফয়সাল বিপুল পরিমান অস্ত্র-গুলিসহ ঢাকায় গ্রেপ্তার

3:03 pm , July 27, 2019

বানারীপাড়া প্রতিবেদক ॥ বানারীপাড়া ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ফয়সাল খান ঢাকায় ৬টি অস্ত্র ও ৪৭ রাউন্ড গুলি সহ গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে আটক হয়েছে। এ সময় তার দুই সহযোগী জিয়াউল আবেদিন ওরফে জুয়েল ও জাহেদ আল আবেদিন ওরফে রুবেলকেও আটক করা হয়। শুক্রবার রাত ৮টার দিকে ঢাকা ডিবির (পূর্ব) বিভাগের একটি টিম রাজধানীর খিলগাঁও থানার সিপাহীবাগের চারতলা গলি বায়তুল হুদা জামে মসজিদ সংলগ্ন ফাইভ স্টার নিবাসের সামনের সড়কে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি একে ২২ রাইফেল, চারটি বিদেশী পিস্তল, একটি বিদেশী রিভলবার ও বিভিন্ন অস্ত্রের ৪৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। শনিবার দুপুর ১২টায় ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেসব্রিফিংয়ে এ বিষয়ে ডিবির যুগ্ম পুলিশ কমিশনার মাহবুব আলম জানান, আটককৃতরা ভাড়াটে সন্ত্রাসী হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় অপরাধ করে থাকে। চাঁদাবাজি ও হত্যা তাদের প্রধান কাজ বলে প্রেসব্রিফিংয়ে জানানো হয়। প্রসঙ্গত ফয়সাল খান বানারীপাড়া পৌর শহরের ৬ নং ওয়ার্ডের নানা বাড়িতে থেকে একসময় লেখাপড়া করতো। সে ৯৯-২০০০ সালের দিকে বানারীপাড়া ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ছিলেন। পরে খুলনার বিএল কলেজে লেখাপড়া শেষ করে দুবাইতে পাড়ি জমান। কয়েক বছর পূর্বে সে দেশে ফিরে অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ে। ফয়সাল বানারীপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম মাহমুদ মাহাবুব মাস্টারের ভাগ্নে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT