শিক্ষক নেতা জাফরের ফিলিপাইন যাত্রা শিক্ষক নেতা জাফরের ফিলিপাইন যাত্রা - ajkerparibartan.com
শিক্ষক নেতা জাফরের ফিলিপাইন যাত্রা

3:32 pm , July 26, 2019

কীর্তনখোলা রিপোর্ট ॥ শিক্ষক নেতা, বিশিষ্ট ক্রীড়াবীদ, সমাজসেবক, মানবতাকর্মী ও শিশু সংগঠক জহিরুল ইসলাম জাফর ২০১৬ সালে বরিশাল বিভাগীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা বিভাগে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে সরকারের আমন্ত্রণে ফিলিপাইন যাচ্ছেন। আগামী ২৮ জুলাই রাত ২টায় থাই এয়ারওয়েজের বিমানযোগে বাংলাদেশ ত্যাগ করবেন। বিদেশ গমন উপলক্ষে দেশবাসীর কাছে দোয়া-কামনা করেছেন। এছাড়া প্রশিক্ষন শেষে যেন সুস্থ ও সুন্দরভাবে দেশে ফিরে দেশের শিক্ষকতায় নিজেকে বিলিয়ে দিতে পারেন এ কামনা করেন তিনি। জহিরুল ইসলাম জাফর নগরীর মৃত আলী আকবর হাওলাদারের পুত্র ও মাখরকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক। এছাড়া তিনি বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ’র কেন্দ্রিয় সিনিয়র সহ-সভাপতি। ১৯৭৪ সালে ১লা জানুয়ারী নগরীর ভিআইপি রোড এলাকায় তার জন্ম। ১৯৭৮ সালে উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রিতী হালদারের কাছে পড়াশুনার হাতেখড়ি দেন। ১৯৮৮ সালে ওই বিদ্যালয় থেকে এসএসসি পাস করে ১৯৯০ সালে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর ১৯৯৩ সালে সরকারি বিএম কলেজ থেকে ডিগ্রি পাস করেন। পাশাপাশি পেশাগত দক্ষতা বৃদ্ধিতে ২০০২ সালে পিটিআই ও ২০০৬ সালে বিএড ডিগ্রি লাভ করেন। এ সময় পিটিআই ও বিএড করাকালীন সময়ে ছাত্র সংসদের সংসদ নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। ইংল্যান্ডের ইংলিশ ইন এ্যাকশন প্রজেক্টে শিক্ষকদের ইংলিশ বিষয়ের প্রশিক্ষক ছিলেন। ইংলিশ ও শারীরিক শিক্ষার টট করে শিক্ষকদের প্রশিক্ষন দিয়েছেন। তিনি এরশাদ কাপ জুনিয়র ফুটবল টুর্নামেন্টে জাতীয় পর্যায়ে বরিশাল জেলা দলের প্রতিনিধিত্ব করেছেন। বরিশাল ১ম বিভাগ ফুটবল দলের খেলোয়ার ছিলেন। পরবর্তীতে জাতীয় পর্যায়ের যুব ক্রিকেট ও পেপসি জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে খেলোয়ার হিসেবে অংশগ্রহন করেন। বর্তমানে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আম্পায়ার ও কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সদর উপজেলার সাধারণ সম্পাদক হিসেবে বিশেষ অবদান রাখায় জাতীয় পর্যায়ে বাংলাদেশ সুপ্রীম কোর্ট ভেন্যু থেকে দেশের ৩৭০ উপজেলার মধ্যে পদক পান। শিশু সংগঠক হিসেবে কাজ করে বরিশাল কিশোর মজলিস ক্লাবের কিশোর ফৌজদের নিয়ে কাজ করে জেলা প্রশাসনের আয়োজনে ২০১৩ সালের স্বাধীনতা দিবস কুচকাওয়াজে ৩য় স্থান ও ২০১৮ সালে ২য় স্থান লাভ করেন। তিনি বরিশাল জেলা খেলাঘরের নির্বাহী সদস্য। এছাড়া বরিশাল ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য হিসেবে নির্বাহী পরিষদের পরিচালক হিসেবে কাজ করে ১শত শয্যা বিশিষ্ট এ্যাড. হেমায়েত উদ্দিন ডায়াবেটিক হাসপাতালের যাত্রা শুরু করতে কাজ করেছেন। তিনি আঞ্জুমান মফিজুল ইসলাম, সমাজকল্যান মহানগর কমিটি, সদর হাসপাতালের রোগী কল্যান সমিতি, শহীদ নজরুল পাঠাগারের আজীবন সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT