গলাচিপায় নকলে সুবিধা দিতে টাকা নেয়ার সময় আটক দুইজনকে লাখ টাকা জরিমানা গলাচিপায় নকলে সুবিধা দিতে টাকা নেয়ার সময় আটক দুইজনকে লাখ টাকা জরিমানা - ajkerparibartan.com
গলাচিপায় নকলে সুবিধা দিতে টাকা নেয়ার সময় আটক দুইজনকে লাখ টাকা জরিমানা

3:32 pm , July 26, 2019

গলাচিপা প্রতিবেদক ॥ গলাচিপায় পরিক্ষা কেন্দ্রে পরিক্ষার্থীদের নকল করার সুবিধা দেয়ার জন্য টাকা উত্তোলনের সময় গলাচিপা সরকারি কলেজের দর্শন বিভাগের সহযোগি অধ্যাপক মো.শফিকুল ইসলাম ও অফিস সহকারি নির্মল চন্দ্র পালকে ১ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতে সিনিয়র নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহ্ মো.রফিকুল ইসলাম। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে গলাচিপা সরকারি কলেজ কেন্দ্রে। সূত্রজানায়, গলাচিপা সরকারি কলেজ কেন্দ্রে শুক্রবার ছিল রাষ্ট্র বিজ্ঞান পাট-১ এর পরিক্ষা। পরিক্ষার্থীদের নকলের সুবিধা দেয়ার জন্য গলাচিপা সরকারি কলেজের দর্শন বিভাগের সহযোগি অধ্যাপক মো.শফিকুল ইসলাম ও অফিস সহকারি নির্মল চন্দ্র পাল জনপ্রতি ৫শত থেকে ৩শত টাকা নেয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থল থেকে টাকাসহ গলাচিপা সরকারি কলেজের দর্শন বিভাগের সহযোগি অধ্যাপক মো.শফিকুল ইসলাম ও অফিস সহকারি নির্মল চন্দ্র পালকে আটক করে। উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতে সিনিয়র নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহ্ মো.রফিকুল ইসলাম জানায়, পরিক্ষার হলে নকল সরবরাহ করা জন্য শিক্ষার্থীদের কাছ থেকে টাকা উত্তোলনের সময় ২ জনকে আটক করে জনপ্রতি ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT