3:32 pm , July 26, 2019
গলাচিপা প্রতিবেদক ॥ গলাচিপায় পরিক্ষা কেন্দ্রে পরিক্ষার্থীদের নকল করার সুবিধা দেয়ার জন্য টাকা উত্তোলনের সময় গলাচিপা সরকারি কলেজের দর্শন বিভাগের সহযোগি অধ্যাপক মো.শফিকুল ইসলাম ও অফিস সহকারি নির্মল চন্দ্র পালকে ১ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতে সিনিয়র নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহ্ মো.রফিকুল ইসলাম। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে গলাচিপা সরকারি কলেজ কেন্দ্রে। সূত্রজানায়, গলাচিপা সরকারি কলেজ কেন্দ্রে শুক্রবার ছিল রাষ্ট্র বিজ্ঞান পাট-১ এর পরিক্ষা। পরিক্ষার্থীদের নকলের সুবিধা দেয়ার জন্য গলাচিপা সরকারি কলেজের দর্শন বিভাগের সহযোগি অধ্যাপক মো.শফিকুল ইসলাম ও অফিস সহকারি নির্মল চন্দ্র পাল জনপ্রতি ৫শত থেকে ৩শত টাকা নেয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থল থেকে টাকাসহ গলাচিপা সরকারি কলেজের দর্শন বিভাগের সহযোগি অধ্যাপক মো.শফিকুল ইসলাম ও অফিস সহকারি নির্মল চন্দ্র পালকে আটক করে। উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতে সিনিয়র নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহ্ মো.রফিকুল ইসলাম জানায়, পরিক্ষার হলে নকল সরবরাহ করা জন্য শিক্ষার্থীদের কাছ থেকে টাকা উত্তোলনের সময় ২ জনকে আটক করে জনপ্রতি ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।