ভা-ারিয়ায় ধূমপানকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ভা-ারিয়ায় ধূমপানকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ - ajkerparibartan.com
ভা-ারিয়ায় ধূমপানকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ

3:30 pm , July 26, 2019

কবির খান, ভান্ডারিয়া ॥ ভা-ারিয়ায় ধুমপানকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুইজন আহত হয়েছে। গত বুধবার সন্ধ্যায় সিংহখালী মন্টু হাওলাদারের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটেছে। আহত মিরাজ (২৮) ও আমানকে (২৫) ভা-ারিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় তিনজনকে আসামী করে ভা-ারিয়া থানায় মামলা করা হয়েছে। মামলার আসামীরা হলো- শাহিন গাজী (২০), মন্টু গাজী (৩৮) ও শাহিনুর বেগম (৩৫)। মামলার বাদী হলেন আহত মিরাজের বাবা আলতাফ হাওলাদার। এজাহার সূত্রে জানা যায় গত ২৪ জুলাই সন্ধ্যা সতাটার দিকে সিংহখালী মন্টু হাওলাদারের চায়ের দোকানের সামনে মিরাজ চা পান করে। এ সময় শাহিন গাজী ধূমপান করে ধোয়া মিরাজের মুখে দেয়। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতন্ডা শুরু হয়। বাগবিতন্ডার এক পর্যায়ে শাহিন গাজী তার মা শাহিনুর বেগমের দেয়া দা দিয়ে মিরাজের মাথায় আঘাত করে। এতে গুরুতর জখম করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। এসময় শাহিনের পিতা মন্টু গাজী আহত মিরাজের প্যান্টের পকেট থেকে ৮২ হাজার টাকা নিয়ে যায়। মিরাজকে রক্ষার জন্য স্থানীয়রা এগিয়ে আসলে শাহীনের দা’ এর আঘাতে আমান’র আঙ্গুল কেটে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ভা-ারিয়া হাসপাতালে ভর্তি করে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT