3:28 pm , July 26, 2019
নিজস্ব প্রতিবেদক ॥ ছেলে ধরা সহ কোন ধরনের গুজবে কান না দিতে আহবান জানিয়ে যে কোন অস্বাভাবিক পরিস্থিতিতে পুলিশÑপ্রশাসনকে খবর দিতে অনুরোধজানিয়েছেন দক্ষিণাঞ্চলের মসজিদ ইমামগন। গতকাল শুক্রবার জুমার নামাজের আগে খুতবার বয়ানে নগরীসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন মসজিদের ইমামগন এ আহবান জানিয়ে যেকোন পরিস্থিতিতে ‘৯৯৯’ নম্বরে ফোন করে অবহিত করার আহবান জানান। পাশাপাশি আইন নিজের হাতে তুলে নিয়ে নিজেকে বিপদে না জড়ানোরও আহবান জানান ইমামগন।