বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক - ajkerparibartan.com
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

3:03 pm , July 25, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের পুরষ্কার বিতরন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪ টায় ষ্টেডিয়ামে পুরষ্কার বিতরন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম। সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার উর্মি ভৌমিকএর সভাপতিত্বে পুরষ্কার বিতরনি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহাবুবুর রহমান মধু, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল লতিফ মজুমদার, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান, নোমান মেহেদি তুহিন, টিও রফিকুল ইসলাম তালুকদার ও শিক্ষক নেতা জহিরুল ইসলাম জাফর প্রমুখ। বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক সরকারী বিদ্যালয়ে ফুটবল টুর্নামেন্টে ৩-০ গোলে বিজয়ী হয় শাহাজালাল সরকারী প্রাথমিক বিদ্যালয়। অপরদিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে ১-০ গোলে চ্যাম্পিয়ন হয় মধ্যটুমচর সরকারী প্রাথমিক বিদ্যালয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT