2:59 pm , July 25, 2019
নিজস্ব প্রতিবেদক ॥ পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক (মন্ত্রী) আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি বলেছেন যারা পদ্মা সেতু নির্মানে বিরোধিতা করেছে। আজ তারাই দেশের বিভিন্ন অঞ্চলে অপপ্রচার করছে। দেশের সচেতন মানুষ গুজবে কান দেয় না মন্তব্য করে তিনি এ ধরনের অপপ্রচারকারীদের আইনশৃংখলা বাহিনীর কাছে সোপর্দর আহবান জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার নগরীর বঙ্গবন্ধু উদ্যানে শুরু হওয়া পক্ষকাল ব্যাপি বৃক্ষ মেলার উদ্বোধনকালে ওই আহবান জানিয়েছেন। “শিক্ষায় বন প্রতিবেশ আধুনিক বাংলাদেশ” ও “পরিকল্পিত ফল চাষ যোগাবে পুষ্টি সম্মত খাবার” প্রতিপাদ্য নিয়ে শুরু হওয়া মেলা উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি জানান, বঙ্গবন্ধু উপকুলীয় বন-অঞ্চল রক্ষার করার জন্য বিভিন্ন গাছ রোপন করে গিয়েছিলেন। গাছ পৃথিবীর মানুষের প্রাণ রক্ষা করে। তাই বেশী করে ফলদ,বনজ ঔষধী গাছের চারা রোপনের মাধ্যমে দেশের পরিবেশ রক্ষা করার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান। সামজিক বন বিভাগ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপকুলীয় অঞ্চল বরিশালের আয়োজনে জেলা প্রশাসনের সহযোগিতায় এ বৃক্ষমেলার হচ্ছে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম, মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বরিশাল বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস, ডিআইজি শফিকুল ইসলাম, পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, বরিশাল অঞ্চল বন সংরক্ষক গোবিন্দ রায়, বরিশাল অঞ্চল কৃষি সম্প্রসারন অতিরিক্ত পরিচালক কৃষিবিদ সাইনুর আজম খান, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. তালুকদার মোঃ ইউনুস প্রমুখ। অনুষ্ঠানে অতিথিরা সবুজ বাংলাদেশে গড়তে সবাইকে বাড়ির আশপাশে এবং পতিত জমিতে গাছ লাগানোর আহ্বান জানান। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বৃক্ষ মেলা চলবে আগামী ৮ আগস্ট পর্যন্ত। প্রথম দিনে ২৪টি স্টল বিভাগীয় বৃক্ষ মেলায় স্থান পেয়েছে। এর মধ্যে সরকারী নার্সারী ৫টি এবং ব্যক্তিগত নার্সারী ১৯টি। বৃক্ষ মেলা দেখতে এসে দর্শনার্থীরা সন্তোষ প্রকাশ করেছে। জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানের পূর্বে পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীমের নেতৃত্বে র্যালি বের করা হয়। র্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু উদ্যানে গিয়ে শেষ হয়। মেলায় সর্বোচ্চ দেড় লক্ষ টাকা দামের বনসাই এসেছে।