3:14 pm , July 24, 2019
চরফ্যাসন প্রতিবেদক॥ চরফ্যাসন হাসপাতাল থেকে ভালো চিকিৎসার আশ্বাস দিয়ে নিউ ইসলামীয়া ডায়াগনস্টিক সেন্টারে টেনে নিয়ে রাস্তায় ঠেলে দেয়ার পর রাস্তাতেই রোগীর মৃত্যু হয়েছে। নিউ ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ এবং ওই ডায়াগনস্টিক সেন্টারের দালাল শিহাবকে রোগীর এমন মৃত্যুর জন্য দায়ী করছেন মৃতের স্বজনরা। চিকিৎসার নামে চরম অবহেলায় মৃত্যুর শিকার ব্যক্তি মোফাজ্জল হোসেন (৭০) ওসমানগঞ্জ ইউনিয়নের উত্তর ফ্যাশন গ্রামের রহিম বক্সের ছেলে। গতকাল বুধবার দুপুরে চরফ্যাসন হাসপাতাল সড়কে এই বৃদ্ধ মারা যান।
নিহতের ছেলে প্রবাসী জাকির হোসেন অভিযোগ করেন, সকালে তার বৃদ্ধ বাবা মোফাজ্জল হোসেন শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে পরেন। দুপুরে তাকে চরফ্যাসন হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক তাকে ব্যাবস্থা পত্র দিয়ে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। এসময়ে হাসপাতালের সামানে দাড়িয়ে থাকা দালাল শিহাব দ্রুত এবং উন্নত চিকিৎসার আশ্বাস দিয়ে টানাহেচড়া করে নিউ ইসলামিয়া ডায়গন্টিক সেন্টারে নিয়ে যান। সেখানে পরীক্ষা করাতে অতিরিক্ত টাকা না দিলে মুমূর্ষু রোগীেেক রাস্তায় ঠেলে দেয়া হয়। কিছুক্ষণ পর নিউ ডায়াগনস্টিক সেন্টারের সামনের সড়কে তার বাবা মৃত্যুর কোলে ঢলে পরেন। যদিও এই মৃত্যুর ঘটনায় বৃদ্ধার পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ করা হয়নি।
হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ হাসান মাহামুদ জানান, শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে মোফাজ্জল হোসেন নামের একজন চরফ্যাসন হাসপাতালের জরুরী বিভাগে আসার পর তাকে দ্রুত ব্যবস্থা পত্র এবং ইসিজি লিখে দিয়ে হাসপাতালে ভর্তি পরামর্শ দেয়া হয়। রোগীর স¦জনদেরকে বোকা বানিয়ে দালালচক্র উন্নত পরীক্ষা এবং ভালো চিকিৎসার আশ্বাস দিয়ে একটি ডায়গন্টিক সেন্টারে নিয়ে যাওয়া হয়। চিকিৎসায় অবহেলার কারণেই তার মৃত্যু হয়েছে।
নিউ ইসলামিয়া ডায়গন্টিক সেন্টারের মালিক নুরুল ইসলাম জানান, শিহাব তাদের ষ্টাফ নন। হাসপাতাল থেকে শিহাবসহ রোগির স্বজনরা তাকে পরীক্ষা করানোর জন্য এখানে নিয়ে আসে । রোগীর অবস্থা খারাপ দেখে তাকে পাসপাতালে পাঠিয়ে দেয়া হয়ে।
রোগীর মৃত্যুর পরপরই নিউ ইসলামিয়া ডায়গন্টিক সেন্টারের ষ্টাফ দালাল শিহাব পালিয়ে যাওয়ায় তার বক্তব্য পাওয়া যায়নি। চরফ্যাসন হাসপাতালের টিএইচও ডাঃ সিরাজ উদ্দিন জানান, হাসপাতালের জরুরীবিভাগসহ সামনে ওৎপেতে থাকা দালালদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। চরফ্যাসন থানার ওসি শামসুল আরেফিন জানান, হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ পেলে দালালদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।