বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙন রোধ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙন রোধ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ - ajkerparibartan.com
বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙন রোধ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ

3:25 pm , July 23, 2019

বানারীপাড়া প্রতিবেদক ॥ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙন কবলিত নলশ্রী জামে মসজিদ রক্ষা প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ করেছেন মসজিদ কমিটি ও এলাকাবাসী। বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলমের দাবীর কারনে পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) মো. জাহিদ ফারুক মসজিদটি রক্ষায় জরুরী ভিত্তিতে জিও টেক্সব্যাগ ফিলিংয়ের নির্দেশ দেন। মসজিদ এলাকায় ৩ হাজার ২৪১টি জিও টেক্স ব্যাগে বালু ভর্র্তি করে ডাম্পিং ও ফিলিং করার জন্য জ্যোতি এন্টারপ্রাইজকে কার্যাদেশ দেন পানি উন্নয়ন বোর্ড। কার্যাদেশ পেয়ে দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু করেন ঠিকাদার। মসজিদ কমিটির সদস্য মো. খলিল ও সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন অভিযোগ করেন ঠিকাদার ৩ হাজার ২৪১ ব্যাগের পরিবর্তে ৩ হাজার ৪১ ব্যাগ বালু ভর্তি করে সামান্য ব্যাগ নদীতে ফেলে বাকী ব্যাগ মসজিদের পাশে ফেলে রেখেছেন । বিষয়টি ঠিকাদারী প্রতিষ্ঠান জ্যোতি এন্টারপ্রাইজের মালিক মো. মাসুমকে জানালে তিনি কোন কথা না শুনে তার খেয়াল খুশিমত কাজ করছেন। এলাকাবাসীর বক্তব্য ভাঙন কবলিত স্থানে ব্যাগ না ফেলে কিনারে ফেললে ওই স্থানটি বালুর ওজনে আরো দুর্বল হয়ে যায়। ব্যাগ কম দেওয়ার অভিযোগ অস্বীকার করে ঠিকাদার মো. মাসুম বলেন, অফিসের নির্দেশ মোতাবেক কাজ করছেন। যে এলাকা নির্ধারন করে দেওয়া হয়েছে সেখানে সেভাবে ফেলানো হচ্ছে। এ বিষয়ে বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার শেখ আব্দুল্লাহ সাদীদ জানান বিষয়টি তাকে জানানো হয়নি। তিনি এ ব্যপারে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যব¯’া গ্রহণ করবেন। এ বিষয়ে বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রমজান আলী জানান জরুরী ভিত্তিতে কাজ করানো হচ্ছে। এ কাজ দেখার জন্য তিনটি কমিটি রয়েছে। প্রাক্কলনের বাইরে কাজ করার সুযোগ নেই। তিনি বিষয়টি দেখবেন বলে জানান।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT