3:20 pm , July 23, 2019
কলাপাড়া প্রতিবেদক ॥ পটুয়াখালীর কলাপাড়ার মিঠাগঞ্জ ইউনিয়নের জয়বাংলা বাজারে ছেলেধরা সন্দেহে অজ্ঞাত পরিচয়ের এক নারীকে (৩৫) কলাপাড়া থানা পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী। গতকাল মঙ্গলবার দুপুরে জয়বাংলা বাজারে ঘুরতে দেখে তাকে আটক করে স্থানীয় ব্যবসায়ী ও গ্রামবাসীরা। পড়ে তাকে থানায় সোপর্দ করা হয়।
কলাপাড়া থানার ওসি(তদন্ত) মো. আসাদ জানান, গ্রামবাসীদের হাতে আটক নারীকে মানসিক ভারসাম্যহীন মনে হয়েছে। সে নাম পরিচয় সঠিকভাবে কথা বলতেও পারছে না।