3:15 pm , July 23, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ বেতন-ভাতা বৃদ্ধি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাসহ ১১ দফা দাবীতে ফের আন্দোলনে নেমেছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। গতকাল মঙ্গলবার রাত ১২টার পর থেকে অনির্দিষ্টকালের জন্য নৌ ধর্মঘটের ঘোষনা দিয়েছেন তারা। নৌ-যান শ্রমিকদের অন্যান্য দাবীগুলো হলো বিভিন্ন নৌ-বন্দরে নৌ শ্রমিকদের ওপর সন্ত্রাসী হামলার বিচার, মেরিন আইনের যথাযথ বাস্তবায়ন, নৌ প্রয়োজনীয় মার্কা, বয়া ও বাতি প্রদান করা এবং দুর্ঘটনায় মৃত নৌ শ্রমিকদের ক্ষতিপূরণ ১০ লক্ষ টাকা নির্ধারন করা।
ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মো. শাহ আলম জানান, ১৫ দফা আদায়ে গত ১৫ এপ্রিল ধর্মঘট শুরু হয়েছিল। ধর্মঘটের প্রথম দিন শ্রমিক অধিদপ্তর, মালিক ও শ্রমিক পক্ষ ত্রিপাক্ষীয় বৈঠক করে দাবীগুলো বাস্তবায়নে ৪৫ দিনের সময় নেয় নৌযান মালিকপক্ষ। তাদের আশ্বাসে ওইদিন ধর্মঘট প্রত্যাহার করা হয়। কিন্ত এ পর্যন্ত একটি দাবীও বাস্তবায়ন করেননি মালিকরা। তাই গত ২০ জুলাই সভা করে ২৩ জুলাই রাত ১২টা থেকে সারাদেশে অবিরাম শ্রমিক ধর্মঘট করার সিদ্ধান্ত হয়েছে। মো. শাহ আলম জানান, গত ২০ জুলাই ধর্মঘটের সিদ্ধান্ত হলেও এ পর্যন্ত শ্রম অধিদপ্তর ও নৌযান মালিক সংগঠন সমঝোতার কোন উদ্যেগ নেয়নি। যে কারনে শ্রমিকরা ধর্মঘট পালনে অটল সিদ্ধান্তে আছেন। ফেডারেশভূক্ত লঞ্চ লেবার এসোশিয়েশনের বরিশাল জেলা সভাপতি হাশেম মাষ্টার জানান, তারা ধর্মঘট পালনের প্রস্ততি নিয়ে রেখেছেন। রাত ১২টায় সকল নৌযান চলাচল বন্ধ করে দেয়া হবে।