3:27 pm , July 21, 2019

পরিবর্তন ডেস্ক ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল বিভাগের ৬ জেলাকে নিয়ে নতুনভাবে ‘বরিশাল বিভাগীয় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার (২১ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইদুর রহমান রিন্টু। তিনি জানান, বরিশাল ক্লাবে অনুষ্ঠিত বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি সভায় ব্যবসায়ীদের উৎসাহিত করার জন্য ‘শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বিজনেস অ্যাওয়ার্ড’ দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দেওয়া সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, শনিবার (২০ জুলাই) সন্ধ্যায় অনুষ্ঠিত ওই সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা থেকে অংশ নেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র এবং বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। সভায় বরিশাল চেম্বার অব কমার্সকে শক্তিশালি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার ব্যাপারে একমত পোষণ করেন পরিচালকরা। পাশাপাশি ২০২০ সালে বরিশালে আন্তর্জাতিক বাণিজ্যমেলা আয়োজনেরও সিদ্ধান্ত নেওয়া হয়। বিভাগীয় চেম্বার গঠনের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে স্থানীয় ব্যবসায়ীরা বলেন, এর মাধ্যমে বিভাগের এক জেলার সঙ্গে অন্য জেলার ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটার পাশাপাশি নতুন সেতুবন্ধন তৈরি হবে। সংগঠনের সভাপতি সাইদুর রহমান রিন্টুর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন- ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) ও বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মঈনউদ্দিন আব্দুল্লাহসহ সংগঠনটির অন্যান্য পরিচালকরা।