উজিরপুরের সব শ্রেনীর মানুষের মেয়র গিয়াসউদ্দিন উজিরপুরের সব শ্রেনীর মানুষের মেয়র গিয়াসউদ্দিন - ajkerparibartan.com
উজিরপুরের সব শ্রেনীর মানুষের মেয়র গিয়াসউদ্দিন

3:07 pm , July 21, 2019

শাকিল মাহমুদ বাচ্চু, উজিরপুর ॥ গিয়াসউদ্দিন বেপারী উজিরপুরের ছাত্র রাজনীতি থেকে তিলেতিলে গড়ে ওঠা তৃনমুল রাজনৈতিক এ যোদ্ধা এখন উজিরপুর পৌরসভার প্রথম নির্বাচিত মেয়র। জন্ম থেকে আ’লীগের রাজনীতির সাথে জড়িত গিয়াস উদ্দিন স্কুল জীবনে ছাত্রলীগের কর্মী হিসাবে রাজনীতি শুরু করেন। রাজপথে আন্দোলন সংগ্রামে তার ভুমিকায় দলের সব মহলেই প্রসংশিত। উজিরপুর উপজেলা আ’লীগ ও তার অংগসংগঠনের প্রায় সব নেতাকর্মীদের পছন্দের ব্যক্তি গিয়াস উদ্দিন উজিরপুর পৌর সভার মেয়র নির্বাচিত হলেও তার সবকিছুই যেন সেই আগের মত সাদামাটা। নির্লোভ রাজনৈতিক ব্যক্তি প্রায় ৩ বছর ধরে উজিরপুরের পৌরসভার নির্বাচিত মেয়র হলেও উজিরপুরের পথে ঘাটে গ্রাম পাড়ায় মহল্লায় পায়ে হেটে চলাফেরা করছেন সেই আগের মত একজন সাধারন মানুষের স্টাইলে। সাধারন মানুষের সাথে প্রকাশ্যেই চায়ের দোকানে আড্ডা দিচ্ছেন একজন রাজনৈতিক কর্মীর মত। মেয়র হিসাবে নির্বাচিত হয়ে অবহেলিত উজিরপুরের উন্নয়নে সে দিনরাত একাকার করে কাজ করে যাচ্ছেন, নিজেকে উৎসর্গ করে দিচ্ছে জনগনের সেবায়। এমনকি উজিরপুর পৌরসভায় ব্যাপক উন্নয়নমুলক কাজ করছেন। গত বছরের ৩রা অক্টোবর সমাজ সেবার জন্য একটি পদকে ভুষিত হয়েছেন। তার প্রথম মেয়াদে উজিরপুরের বেশ কিছু কাঁচা সড়ক পাকা করেছেন, রাস্তা ঘাটের ব্যাপক উন্নায়ন সহ উজিরপুর উপজেলা চত্বরে সৌন্দর্য্য বৃদ্ধি করনে মুক্তিযোদ্ধা চত্বর নির্মান, ডাক বাংলায় পুকুরে সৌন্দর্য্যবর্ধন ঘাটলা নির্মান,যাত্রী ছাউনি নির্মান, মাদক ও সন্ত্রাস মুক্ত উজিরপুর গড়ায় তার প্রসংশনিয় ও অপরিসীম ভুমিকা। সবমিলিয়ে উজিরপুরে দলমতের উর্ধে সাধারণ মানুষের কাছে মেয়র গিয়াসউদ্দিন এক অসাধারন ও বিনয়ী ব্যক্তিত্ব। উজিরপুরের রাজনীতিতে গিয়াস উদ্দিন বেপারী উজিরপুরের সব শ্রেণি পেশার মানুষের কাছেও বেশ জনপ্রিয় রয়েছেন। তার নেই কোন ক্যাডার বাহিনী বা অপবাদ। সে কারনে উজিরপুরের এক পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তি ও জন প্রতিনিধি মেয়র গিয়াস উদ্দিন। পৌর এলাকার মাহার গ্রামের বাসিন্দা দিন মজুর পরিমল হালদার (৫০) বলেছেন, গিয়াস উদ্দিন মেয়র নির্বাচিত হলেও তার কাছে আমরা এখনও সেই আগের সাধারন মানুষের মত এখনও সহায়তা পাচ্ছি। কালিরবাজার এলাকার নান্টু নামক এক প্রবাসী জানিয়েছেন, যে কোন সময় মেয়র গিয়াস’র কাছে গেলে আমরা আমাদের সমস্যার সমাধান পাই, দিনরাত একাকার করে তিনি পৌরসভায় জনসেভা করছেন। মানুষ হিসাবে গিয়াস উদ্দিন বেপারী এক অসাধারন ব্যাক্তিত্ব।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT