3:06 pm , July 21, 2019
নিজস্ব প্রতিবেদক ॥ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করীম বলেছেন, মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশের হিন্দু নারী প্রিয়া সাহা যে নালিশ করেছেন তা রাষ্ট্রবিরোধী। কিছু দালাল ও দোসরদের শেখানো বক্তব্য এগুলো। প্রিয়া সাহা তাদের মুখপাত্র হিসাবে ব্যবহৃত হয়েছেন মাত্র। প্রিয়া সাহা ও সহযোগিদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। রোববার ইসলামী যুব আন্দোলনের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তিতায় চরমোনাই পীর এসব কথা বলেন। চরমোনাই পীর আরো বলেন, বিশ্ব মোড়ল ও ইসলাম বিদ্বেসী ডোনাল্ড ট্রাম্পের কাছে মিথ্যা নালিশ দিয়ে প্রিয়া সাহা রাষ্ট্রদ্রোহিতা করেছেন। তাকে এ দেশে ঢুকতে দেয়া হবে না। ভারতে উগ্র হিন্দুরা মুসলমানদের ওপর ভয়াবহ নির্যাতন চালালেও জাতিসংঘ ও ওআইসি নীরব দর্শক হয়ে রহস্যজনক ভুমিকা পালন করছে। চট্রগ্রামে শিক্ষা প্রতিষ্ঠানে মুসলিম সন্তানদের দেবতার নামে উৎসর্গ করা প্রসাদ খাইয়েছে এদেশে ইসকন নামক হিন্দুদের একটি সংগঠন। এসবের বিরুদ্ধে মুসলমানরা আর চুপ করে বসে থাকবে না। ইসকন নিষিদ্ধ করার দাবী জানান চরমোনাই পীর। অশ্বিনী কুমার হলে জেলা ও মহানগর শাখার এ কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতা করেন ইসলাম আন্দোলনের নায়েবে আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম। সভাপতিত্ব করেন যুব আন্দোলনের মহানগর সভাপতি মাওলানা আরিফুর রহমান। সমাবেশে আরো বক্তব্য রাখেন যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন, ইসলামী আন্দোলনের প্রধান উপদেষ্টা মাওলানা সৈয়দ নাছির আহমেদ কাওছার, সেক্রেটারী মাওলানা জাকারিয়া হামিদী, জেলা সেক্রেটারী উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, যুব আন্দোলনের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নাসির উদ্দিন নাইস, জেলা সভাপতি এইচ এম সানাউল্লাহ, শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি মাওলানা নাসির উদ্দিন রোকন ডাকুয়া, ছাত্র আন্দোলনের জেলা সভাপতি আরমান হুসাইন রিয়াদ, মহানগর সভাপতি এস এম সাব্বির রহমান প্রমূখ।