২৩ জুলাই থেকে নৌ ধর্মঘটের হুশিয়ারী ২৩ জুলাই থেকে নৌ ধর্মঘটের হুশিয়ারী - ajkerparibartan.com
২৩ জুলাই থেকে নৌ ধর্মঘটের হুশিয়ারী

3:21 pm , July 20, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ বেতন-ভাতা বৃদ্ধি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাসহ ১১ দফা দাবীতে ফের আন্দোলনে নেমেছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। এমনকি ২৩ জুলাই’র মধ্যে দাবী না মানা হলে ওই দিন রাত ১২টার পর থেকে অনির্দিষ্টকালের জন্য নৌ ধর্মঘটের ঘোষনা দিয়েছেন তারা। নৌ-যান শ্রমিকদের অন্যান্য দাবীগুলো হলো বিভিন্ন নৌ-বন্দরে নৌ শ্রমিকদের ওপর সন্ত্রাসী হামলার বিচার, মেরিন আইনের যথাযথ বাস্তবায়ন, নৌ প্রয়োজনীয় মার্কা, বয়া ও বাতি প্রদান করা এবং দুর্ঘটনায় মৃত নৌ শ্রমিকদের ক্ষতিপূরণ ১০ লক্ষ টাকা নির্ধারন করা।
এসব দাবী আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল নৌ বন্দর এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নৌযান শ্রমিকরা। শনিবার বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন নৌযান শ্রমিক ফেডারেশন বরিশাল জেলার সভাপতি শেখ আবুল হাসেম।
সমাবেশে বক্তারা বলেন, একই দাবীতে গত ১৫ এপ্রিল ধর্মঘটের প্রেক্ষিতে শ্রম অধিদপ্তরে লঞ্চ মালিক, শ্রমিক ও সরকারের ত্রিপক্ষীয় বৈঠক হয়েছিলো। তখন ৪৫ কর্মদিবসের মধ্যে আমাদের দাবীর বিষয়ে আলোচনা ও মীমাংসার সিদ্ধান্ত হয়। এ কারনেই তখন আমরা ধর্মঘট প্রত্যাহার করেছিলাম। কিন্তু ৪৫ কর্মদিবস শেষ হয়েছে অনেক আগেই। অথচ আমাদের দাবী পুরন দুরের কথা পরবর্তী কোন আলোচনার জন্যও ডাকা হয়নি। তাই নৌযান শ্রমিক ফেডারেশন পুনরায় সারা বাংলাদেশে আন্দোলনের ডাক দিতে বাধ্য হয়েছে। এসময় শ্রমিক নেতারা সরকারকে তিন দিনের আল্টিমেটাম দিয়ে বলেন, এ সময়ের মধ্যে শ্রমিকদের ন্যায্য দাবী না মানা হলে পুনরায় অনির্দিষ্টকারের জন্য ধর্মঘট পালন করবেন তারা। এতে যাত্রীদের ভোগান্তি বা কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই দায়ি হতে হবে বলে মন্তব্য করেন নেতৃবৃন্দ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT