সুরভী-৮ লঞ্চের স্টাফ কেবিন থেকে গার্মেন্টস কর্মীর লাশ উদ্ধার সুরভী-৮ লঞ্চের স্টাফ কেবিন থেকে গার্মেন্টস কর্মীর লাশ উদ্ধার - ajkerparibartan.com
সুরভী-৮ লঞ্চের স্টাফ কেবিন থেকে গার্মেন্টস কর্মীর লাশ উদ্ধার

3:03 pm , July 20, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল-ঢাকা নৌ রুটের এমভি সুরভী-৮ লঞ্চের মাস্টার কেবিন থেকে আখি আক্তার (২৯) নামের এক সন্তানের জননী এক গার্মেন্টস কর্মীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ধারনা করা হচ্ছে সাথে থাকা পুরুষ লোক তাকে শ্বাস রোধে হত্যা করে পালিয়ে গেছে। আজ শনিবার (২০ জুলাই) সকালে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে। এর আগে সকাল ৮টায় লঞ্চের স্টাফরা কেবিন পরিদর্শনে গিয়ে নারীর লাশ দেখতে পান। এদিকে খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোয়াজ্জেম হোসাইন ভূঁঞা সহ থানা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য মৃতদেহ শেবাচিমহাসপাতালের মর্গে প্রেরন করেন। নিহত গার্মেন্টস কর্মী আখি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রিশিবপুর ইউনিয়নের বড়প্ইুয়াউটা গ্রামের বজলু বেপারির মেয়ে এবং নারায়নগঞ্জের আদমজী ইপিজেড এ এপার্লস লিমিটেড এর অপারেটর পদে কর্মরত ছিলো। সুরভী-৮ লঞ্চের সুপারভাইজার মেজবাহ উদ্দিন জানান, শুক্রবার দিবাগত রাতে ঢাকা সদর ঘাটে স্বামী-স্ত্রী পরিচয় দেয়া এক নারী ও পুরুষ ৬শ টাকা ভাড়ায় লঞ্চের নীচ তলার পেছনে মাস্টার (স্টাফ) কেবিনে ওঠে। শনিবার সকালে লঞ্চ বরিশালে পৌছালে সকাল ৮টার দিকে কেবিন চেক করতে গিয়ে বাইরে থেকে সিটকিনি দিয়ে দরজা আটকানো দেখতে পান। পরে দরজা খুলে ওই নারীকে শোয়া অবস্থা থেকে ঢাকা-ডাকী করে। এতে কোন সাড়া শব্দ না পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ওই নারীর মৃতদেহ উদ্ধার করে। নিহতের বাবা বজলু বেপারি বলেন, আমার মেয়ে ঢাকায় চাকরী করে। ওর একটি ছোট মেয়েও আছে। ঢাকা থেকে ওর একা আসার কথা ছিলো। ওকে লঞ্চে এনে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই ঘটনায় সুষ্ঠু বিচার দাবী করেন তিনি। বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইন-চার্জ (ওসি) নুরুল ইসলাম বলেন, গার্মেন্টস কর্মীর সাথে লঞ্চে ওঠা পুরুষ লোকটি পালিয়ে গেছে। ধারনা করা হচ্ছে ওই লোকটিই আখি নামের নারীকে শ্বাস রোধে হত্যা করে পালিয়ে গেছে। শ্বাস রোধে হত্যার আলামতও পাওয়া গেছে। লঞ্চের সিসি ক্যামেরা দেখে ওই ব্যক্তিকে শনাক্ত করনের পাশাপাশি গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT