রিফাতের হত্যাকারী রিশান ফরাজীর ৫ দিনের রিমান্ড রিফাতের হত্যাকারী রিশান ফরাজীর ৫ দিনের রিমান্ড - ajkerparibartan.com
রিফাতের হত্যাকারী রিশান ফরাজীর ৫ দিনের রিমান্ড

3:25 pm , July 19, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার তিন নম্বর আসামি রিশান ফরাজীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল শুক্রবার সকালে বরগুনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সিরাজুল ইসলাম গাজী এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বৃহস্পতিবার সকালে রিশান ফরাজীকে গ্রেফতারের পরে শুক্রবার সকালে আদালতে হাজির করে তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও বরগুনা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন কবির। পরে শুনানি শেষে আদালত রিশানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. হুমায়ুন কবির এই তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ২৬ জুন রিফাত শরীফকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে বন্ড বাহিনীর সন্ত্রাসীরা। এই ঘটনায় রিফাতের বাবা বাদী হয়ে দায়েরকৃত হত্যা মামলায় এখন পর্যন্ত ১৬ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে ১২ জন অভিযুক্ত রিফাত হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। এছাড়া মামলার তিনজন অভিযুক্ত এখনো রিমান্ডে রয়েছে।
এদিকে মামলার প্রধান সাক্ষী ও নিহতের স্ত্রী আয়েশা সিদ্দিকি মিন্নিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবী রিফাত হত্যার পরিকল্পনার সাথে সে জড়িত বলে স্বীকার করেছে। তাছাড়া হত্যা মামলার প্রধান আসামী নয়ন বন্ড পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন বরগুনার পুলিশ সুপার মো. মারুফ হোসেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT