নিহত সার্জেন্ট কিবরিয়ার বাসায় চুরি নিহত সার্জেন্ট কিবরিয়ার বাসায় চুরি - ajkerparibartan.com
নিহত সার্জেন্ট কিবরিয়ার বাসায় চুরি

3:23 pm , July 19, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ প্রবাদে আছে ‘চোর না শোনে ধর্মের কাহিনী’। এমন প্রবাদ বাক্যের আরো একবার প্রমান হলো। কাভার্ড ভ্যানের চাপায় নিহত মহানগর ট্রাফিক পুলিশ সার্জেন্ট কিবরিয়ার বাসায় চুরি করা। ধর্মের বানী কিংবা মানবিকতা শোকে পাথর পরিবারটির ঘরে চুরি করা থেকে মানুষের পরিচয়ধারী কিছু অমানুষকে থামাতে পারেনি। স্বামীকে হারিয়ে শোকে পাথর সার্জেন্ট কিবরিয়ার গ্রামের বাড়িতে স্ত্রী সার্জেন্ট মৌসুমী। সেই সুযোগ নিয়েছে চোর। তালাবদ্ধ ঘরে প্রবেশ করে সার্জেন্ট কিবরিয়া ও সার্জেন্ট মৌসুমী দম্পতির ঘর তছনছ করে নিয়ে গেছে নগদ অর্থ। তবে স্থানীয় ও পুলিশের উপস্থিতির কারনে স্বামী হারা স্ত্রী সার্জেন্ট মৌসুমীর স্বর্ণালংকার নিতে পারেনি দুর্বৃত্তরা।
শুক্রবার জুমা’র নামাজের সময় নগরীর মুন্সি গ্যারেজ এলাকায় কিবরিয়ার ভাড়া বাসায় এই চুরির ঘটনা ঘটেছে। খবর পেয়ে উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোয়াজ্জেম হোসেন ভূঁঞা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) খায়রুল আলম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আকরাম হোসেন সহ থানা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম বলেন, নিহত সার্জেন্ট গোলাম কিবরিয়ার রূহের মাগফেরাত কামনায় তার নিজ বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জের সুবিদখালী গ্রামে দোয়া-মোনাজাত করা হয়। এজন্য কিবরিয়ার স্ত্রী সার্জেন্ট মৌসমী সহ স্বজনরা সবাই সেখানে অবস্থান করছেন। এছাড়াও সার্জেন্ট কিবরিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত নিয়ে নগর পুলিশের কর্মকর্তারা ছিল ব্যস্ত। সেই সুযোগ নিয়েছে দুর্বৃত্তরা। তারা মুন্সিগ্যারেজ এলাকায় তৃতীয় তলার ফ্লাটে দরজার হ্যাজবল্ট ভেঙে ঘরে প্রবেশ করে।
ওসি জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে দেখতে পান কিবরিয়ার ঘরে প্রবেশের দরজায় হ্যাজবল্ট ভাঙা। ঘরের মধ্যে আলমিরা খোলা এবং ভেতরে থাকা সকল মালামাল তছনছ অবস্থায় পড়ে আছে। চোর চক্র ওই আলমিরা ভেঙে নগদ ১ লাখ ৮০ হাজার টাকা নিয়ে গেছে। তবে যে কক্ষে সার্জেন্ট কিবরিয়ার স্ত্রী সার্জেন্ট মৌসুমীর স্বর্ণালংকার রাখা ছিলো, সেই কক্ষে চোর প্রবেশ করতে পারেনি বলে জানিয়েছেন ওসি।
ওসি বলেন, সার্জেন্ট কিবরিয়ার স্ত্রী তার শ^শুর বাড়িতে রয়েছে। তাকে খবর দেয়া হয়েছে। সে আসার পরে ক্ষয়ক্ষতির পরিমান আরো ভালোভাবে নির্নয় করা হবে। তাছাড়া এই ঘটনায় একটি নিয়মিত মামলা প্রক্রিয়াধিন রয়েছে। পাশাপাশি দুর্বৃত্তদের গ্রেফতারের পুলিশের একাধিক টিম কাজ করছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT