3:37 pm , July 18, 2019
স্টাফ রিপোর্টার ॥ আজ থেকে শুরু হচ্ছে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ধারাবাহিক নাটক জলকুমারীনাটকটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ টি উদ্যোগ যেমন আমার বাড়ি আমার খামার,আশ্রয়ন প্রকল্প,বয়স্কভাতা,শিক্ষা ইত্যাদির উপর নির্ভর শিক্ষা মূলক নাটক। এ নাটকে বরিশালের একঝাক শিল্পি অভিনয় করেছেন যার মধ্যে মাহাবুব মোর্শেদ শামিম, খায়রুল আলম সবুজ অন্যতম। নাটকটি পরিচালনা করেছেন ঝালকাঠীর সন্তান নিয়াজ মাহমুদ। নাটকটির রচয়িতা – পান্থ শাহরিয়ার। আরও অভিনয় করেছেন – মামুনুর রশীদ, সোলাইমান খোকা, তুষার খান, ডাঃ এজাজ,শতাব্দী ওয়াদুদ, শারমিন জোহা শশী, মৌটুসী বিশ্বাস, রিমি করিম,আয়নূন পুতুল, সিলভিয়া।