3:35 pm , July 18, 2019
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিবেদক ॥ ঝালকাঠির কাঠালিয়া উপজেলা পরিষদের অর্থায়নে এক ব্যতিক্রমি উদ্যোগ উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান মিজানুর রহমান রাজাপুর থানায় বৃহস্পতিবার বিকেলে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা গেছে, বুধবার বিকেলে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষরা এ গাছ কর্তন করে। মিজানুর রহমান জানান, পৈত্রিক জমি ভাইবোনদের মধ্যে বন্টননামা করা হলে তার প্রাপ্ত ২০ শতাংশ জমিতে কলা গাছসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপন করে বাগান করেন তিনি। কিন্তু ভাই ওই জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। রাজাপুর থানার ডিউটি অফিসার এএসআই ফোরকান হোসেন জানান, অভিযোগ পেয়েছিম তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।