3:33 pm , July 18, 2019

পরিবর্তন ডেস্ক ॥ “মৎস্য সেক্টরের সমৃদ্ধি সুশিল অর্থনীতির অগ্রগতি” প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের বিভিন্ন জেলা ও উপজেলায় পালিত হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ’র উদ্বোধনী অনুষ্ঠান। সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা, পুরস্কার বিতরনী, ভিডিও প্রামান্যচিত্র প্রদর্শন ও মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
গৌরনদী প্রতিনিধি ঃ জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা শেষে পোনা মাছ অবমুক্ত করে পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক (মন্ত্রী) আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিনের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, গৌরনদী উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, সভাপতি এইচ.এম জয়নাল আবেদীন, পৌর আওয়ামীলীগ সভাপতি মনির হোসেন মিয়া, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সি, জিনিয়া আফরোজ হেলেন। বক্তব্য রাখেন, গৌরনদী উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জুবায়ের ইসলাম সান্টু ভূইয়া, উপজেলা ছাত্রলীগ সধারন সম্পাদক মোঃ লুৎফর রহমান দীপ, সরকারী গৌরনদী কলেজ ছাত্রলীগ সভাপতি সাখাওয়াত হোসেন সুজন, সধারন সম্পাদক শরীফ নাহিয়ান হোসেন রাতুল, পৌর ছাত্রলীগ সভাপতি মিলন খলিফ প্রমূখ।
বাউফল প্রতিবেদক ঃ সপ্তাহ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। পরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও পিজুস চন্দ্র দে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ওসি তদন্ত মাকসুদুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মো: মনিরুজ্জামান। মৎস্যজীবিদের মধ্যে বক্তব্য রাখেন, হযরত আলী সিকদার ও নাঊমা সুলতানা।
গলাচিপা প্রতিবেদক ঃ জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে র্যালি, মাছের পোনা অবমুক্তকরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. রফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মু. শাহিন শাহ্। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অফিসার মো. অলিউল্লাহ, পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহাবুব হাসান শিবলী, ভিডিপি কর্মকর্তা মো. শাহ আলম, পানপট্টি ইউপি চেয়ারম্যান আবুল কালাম ও সিনিয়র সাংবাদিক খালিদ হোসেন মিলটন প্রমুখ।
মুলাদী প্রতিবেদক ঃ সপ্তাহ উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য অফিস। মুলাদী উপজেলা ভুমি সহকারী কমিশনার লিটন ঢালীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহার পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আঃ সালাম, কৃষি কর্মকর্তা রেজাউল হাসান, একাডেমিক সুপারভাইজার মোস্তাফিজুর রহমান, প্রধান শিক্ষক নাসির উদ্দিন, উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক সেলিম আহম্মেদ চৌকিদার।
চরফ্যাসন প্রতিনিধি ঃ বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো, রুহুল আমিন সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জায়নাল আবেদিন আখন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ। বক্তব্য রাখেন, উপজেলা মৎস্যজিবীলীগ সভাপতি সফিউল্লাহ পালোয়ান, সম্পাদক মফিজুর রহমান, অফিস সহকারী মুহাম্মদ আবাস উদ্দিন প্রমুখ।
বাবুগঞ্জ প্রতিনিধি ঃ জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, পোনা মাছ অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মহিউদ্দিন আহম্মেদ এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতি: দা:) নুসরাত জাহান খান এর সভাপতিত্ত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রহমতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্জ্ব সরোয়ার মাহমুদ, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আব্দুল করিম হাওলাদার, সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু, বাবুগঞ্জ অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শাহ আলম বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা ড. মরিয়ম বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুল হাসিব, ক্ষুদ্র মৎস্যজীবি সমিতির সভাপতি মোঃ শাহজাহান হাওলাদার, সফল মৎস্য চাষি তৃষ্ণ রাণী প্রমূখ।