সকলকে বৃক্ষ রোপণ করা উচিত-এমপি শাওন সকলকে বৃক্ষ রোপণ করা উচিত-এমপি শাওন - ajkerparibartan.com
সকলকে বৃক্ষ রোপণ করা উচিত-এমপি শাওন

3:24 pm , July 17, 2019

লালমোহন (ভোলা) প্রতিনিধি ঃ ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেনে, প্রাকৃতিক ঝড়, বন্যা ও বড় ধরনের দুর্যোগ থেকে রক্ষা পেতে হলে সকলকে যার যার অবস্থান থেকে বৃক্ষ রোপণ করা উচিত। অন্যদিকে ফলদ বৃক্ষ রোপণ করলে পরিবারের আমিষের চাহিদাও পূরণ হবে।
বুধবার সকালে লালমোহন উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রশারণ অধিদপ্তরের আয়োজন ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধনকালে এমপি শাওন এসব কথা বলেন।
এর আগে ফলদ বৃক্ষ মেলা উপলক্ষে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলা পরিষদের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত্বরে গিয়ে শেষ হয়। ইউএনও হাবিবুল হাসান রুমির সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম অরুন, ওসি মীর খায়রুল কবীর, উপজেলা কৃষি কর্মকর্তা এএফএম শাহাবুদ্দিন প্রমুখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT