3:23 pm , July 17, 2019
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল-ঢাকা নৌ রুটের এ্যাডভেঞ্চার লঞ্চ এর মালিক ও বরিশাল মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর মালিক মালিক নিজাম উদ্দিন এর বাড়িতে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। এসময় তার বাড়ি থেকে নগদ ১ লাখ ১৭ হাজার টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার সহ কয়েক লাখ টাকার মালামুল চুরি করে নিয়েছে চোর চক্র। মঙ্গলবার দিবাগত দুপুরে নলছিটির দপদপিয়াস্থ নিজাম উদ্দিনের বাস ভবনে এই চুরি সংঘটিত হয়।
এদিকে মঙ্গলবার চুরির ঘটনা টলেও তা প্রকাশ পায় গতকাল বুধবার সকালে। এ খবর পেয়ে ঢাকা থেকে তাৎক্ষনিক ঝালকাঠির নলিছিটিতে চলে আসেন নিজাম উদ্দিন। তাছাড়া খবর পেয়ে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মাহমাদ হাসান, নলছিটি থানার ওসি শাখাওয়াত হোসেন সহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ্যাডভেঞ্চার লঞ্চ এর মালিক ও এফবিসিসিআই এর সাবেক পরিচালক নিজাম উদ্দিন জানান, মঙ্গলবার দুপুরের দিকে বাসার ছাদের দরজা ভেঙে দুর্বুত্তরা ঘরের ভেতরে প্রবেশ করে। এসময় ঘরের আলমিড়ার মধ্যে থাকা ১ লাখ ১৭ হাজার টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। পাশাপাশি তারা ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাংচুর ও তছনছ করে। এই ঘটনায় নলছিটি থানায় আইনগত ব্যবস্থা গ্রহন করেছেন। পাশাপাশি ঘটনাস্থল পরিদর্শনকালে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার এমএম মাহামুদ হাসান চুরির সাথে জড়িত দুর্বৃত্তদের খুঁজে বের করে গ্রেফতারের জন্য থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন।