3:09 pm , July 17, 2019
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে বিভাগের ছয় জেলার মধ্যে পাশের হারে এগিয়ে রয়েছে বরিশাল জেলা। এ জেলায় শতকরা পাশের হার ৭৪ দশমিক ১৭ ভাগ। যা সংখ্যায় ১৭ হাজার ৫১ জন। তবে পাশের হারে সব থেকে পিছিয়ে রয়েছে পটুয়াখালী জেলা। এ জেলায় পাশের হার ৬৫ দশমিক ০৯ ভাগ। যা সংখ্যানুপাতে ৮ হাজার ৪০ জন। বরিশাল বোর্ডের দেয়া পরিসংখ্যানে দেখাগেছে, বরিশাল জেলায় ১০৩টি কলেজ থেকে পরীক্ষার্থী ছিলো মোট ২৩ হাজার ৪৭১ জন। পরীক্ষায় অংশ নেয় ২২ হাজার ৯৮৯ জন। যার মধ্যে ছাত্র ৭ হাজার ৯৯০ জন ও ছাত্রী ৯ হাজার ৬১ জন। পরীক্ষায় উত্তীর্ণদের সংখ্যা ১৭ হাজার ৫১ জন। জিপিএ-৫ পেয়েছে ৭০৮ জন। যার মধ্যে ছেলে ৩০০ জন ও মেয়ে ৪০৮ জন।
ভোলা জেলায় ৫৩টি কলেজ থেকে পরীক্ষার্থী ছিলো- ৮ হাজার ৯০৫ জন। পরীক্ষায় অংশ নেয় ৪ হাজার ৭২৭ জন। পাশ করেছে ৬ হাজার ৩৯৬ জন। পাহের হার ৭৩ দশমিক ২৯ ভাগ। যার মধ্যে ছেলে ৩ হাজার ৬৬২ জন ও মেয়ে ২ হাজার ৭৩৪ জন। জিপিএ-৫ পেয়েছে ১৩৪ জন। যার মধ্যে ছেলে ৪০ জন মেয়ে ৯৪ জন।
পিরোজপুর জেলায় ৪৬টি কলেজ থেকে পরীক্ষার্থী ছিলো ৮ হাজার ২৮৭ জন। পরীক্ষায় অংশ নেয়া ৮ হাজার ৯৯ জনের মধ্যে থেকে পাশ করেছে ৫ হাজার ৬৩১ জন। পাশের হার ৬৯ দশমিক ৫৩ ভাগ। পাশ করা শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ২ হাজার ৩০৯ জন ও ছাত্রী ৩ হাজার ৩২২ জন। জিপিএ-৫ পেয়েছেন ৮১ জন। যার মধ্যে ছাত্র ২৪ জন ও ছাত্রী ৫৭ জন।
বরগুনা জেলায় ৩৫টি কলেজের ৩ হাজার ৩২৭ জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৬ হাজার ৩২৬ জন। এর মধ্যে পাশ করেছে ৪ হাজার ৩৯৮ জন। পাশের হার ৬৯ দশমিক ৫২ ভাগ। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ১ হাজার ৯৯০ ও ছাত্রী ২ হাজার ৪০৮ জন। জিপিএ-৫ পেয়েছে ৯৫ জন। যার মধ্যে ছাত্র ৪৫ জন ও ছাত্রী ৫০ জন।
ঝালকাঠি জেলায় ৩১টি কলেজ থেকে মোট পরীক্ষার্থী ছিলো ৫১৫৪ জন। যার মধ্যে থেকে ৫ হাজার ৪৫ জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৩ হাজার ৩৭১ জন। এ জেলায় পাশের হার ৬৬ দশমিক ৮২ ভাগ। মোট পাশ করা শিক্ষার্থীদের মধ্যে ছেলে ১ হাজার ৩৪৬ ও মেয়ে ২ হাজার ২৫ জন। জিপিএ-৫ পেয়েছে ৬৯ জন। যার মধ্যে ছেলে ১৪ জন ও মেয়ে ৫৫ জন।
এছাড়া ফলাফলে পিছিয়ে পড়া পটুয়াখালী জেলায় ৬২টি কলেজ থেকে পরীক্ষার্থী ছিলো ১২ হাজার ৬৫২ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়ে ১২ হাজার ৩৫২ পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৮ হাজার ৪০ জন। এ জেলায় পাশের হার ৬৫ দশমিক ০৯ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ১১৪ জন।