বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে নিখোঁজ নুরাবাদের ১৪ জেলের পরিবারে শোকের মাতম বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে নিখোঁজ নুরাবাদের ১৪ জেলের পরিবারে শোকের মাতম - ajkerparibartan.com
বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে নিখোঁজ নুরাবাদের ১৪ জেলের পরিবারে শোকের মাতম

3:35 pm , July 16, 2019

দুলারহাট প্রতিবেদক ॥ বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবিতে চরফ্যাশনের নুরাবাদ ও আহাম্মদপুর ইউনিয়ন বিভিন্ন গ্রামের ১৪ জন জেলের এখনো খোঁজ পাওয়া যায়নি। গত ৫ (জুলাই) শুক্রবার বিকালে ভারানি বাজার থেকে ছেড়ে জাওয়া শাহাজাহান মাঝি’র একটি মাছ ধরার ট্রলার শাহাজাহান মাঝি সহ ১৪ জন জেলে নিয়ে মাছ ধরার উদ্দ্যেশ্য বঙ্গোপসাগরে গেলে ঝড়ের কবলে পড়ে ১১ (এগারো) দিনেও না ফেরায় তাদের পরিবারে শোকের মাতম চলছে। অন্যদিকে এ খবর পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক পরিবেশ ও বন মন্ত্রনালয়ের উপ মন্ত্রী বর্তমান যুব ও ক্রিড়া মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ভোলা ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব (এম পি) পক্ষ থেকে রবিবার সকাল ১০ থেকে দুপুর ৩ টা পর্যন্ত দুলারহাট প্রেসক্লাবের সভাপতি নুরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোস্তাফিজির রহমান নিখোঁজ ১৪ জেলের প্রতিটি পরিবারকে ২ বস্তা করে চাল দেন এবং প্রতিটি পরিবারকে বিভিন্ন ভাবে শান্তনা প্রধান করেন। নিখোঁজ জেলেরা হচ্ছেন মোঃ শাহাজাহান মাঝি (৫০), জামাল মেস্তুরী (৩৫), রুবেল (২২), আঃ হাই (২৫), আফসার জমাদার (৫০), শাহাজাহান (৪৫), জসিম (২০), হোসেন (৪০), রবিউল (১৮), নাসির (৪৫), সুলতান মাঝি (৫০), রফিজল (৪৫), কবির (৪০), জলিল (৩৫) এ ১৪ জেলে নিয়ে বঙ্গোপসাগরের ঝড়ের কবলে পড়ে শনিবার সন্ধায় ডুবে যায় বলে স্থানীয়দের অভিমত তবে এখনো নিখোঁজ ১৪ জেলের কোন সন্ধান মিলে নাই নিখোঁজ পরিবার সহ গোটা এলাকায় চলছে শোকের মাতম। এব্যাপারে ভোলা ক্রাইম নিউজ ডট কম এর নিজস্ব প্রতিবেদক,স্টাফ রিপোর্টার,ক্রাইম প্রতিবেদক সহ কয়েকজন সংবাদকর্মী নিখোঁজ পরিবারের সাথে নিখোঁজদের সন্ধানে যোগাযোগ করলে নিখোঁজ পরিবারের স্ত্রী,সন্তান, মা,বাবা সহ পরিবারের সকলে কান্নায় ভেঙ্গে পড়েন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT