মাদ্রাসা ছাত্রদের সাথে স্থানীয়দের মারামারি মাদ্রাসা ছাত্রদের সাথে স্থানীয়দের মারামারি - ajkerparibartan.com
মাদ্রাসা ছাত্রদের সাথে স্থানীয়দের মারামারি

3:32 pm , July 16, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে মাদরাসা ছাত্রদের সাথে স্থানীয় বাসিন্দাদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন স্থানীয়রা বাসিন্দা ছাত্রলীগ নেতাসহ মোট তিনজন। সোমবার রাতে নগরীর বাজার রোডে জা?মিয়া আরা?বিয়া খাজা মঈনউদ্দিন মাদরাসা কম?প্লে?ক্সের মস?জি?দে এই ঘটনা ঘটে। জানা গেছে, বাজা?র রোড এলাকার খাজা মঈন উদ্দিন মাদরাসা কম?প্লে?ক্সের মস?জি?দে এশার নামাজ আদায় করে বের হন ম?নির শিকদার নামে এক মুসল্লি। এ সময় তার উপর অতর্কিত হামলা করে শিক্ষার্থীরা। প?রে তা?কে মারধরের হাত থেকে রক্ষা কর?তে এগি?য়ে আসে ছাত্রলীগ নেতা বাপ্পী ও আরও কয়েকজন। এ সময় বাপ্পীসহ আহত হয় আরও একজন। স্থানীয়রা আরও জানায়, হামলাকারীরা সবাই জা?মিয়া আরা?বিয়া খাজা মঈন উদ্দিন মাদরাসার আবা?সিক শিক্ষার্থী। তবে হামলার কারণ কেউ নিশ্চিত করে বলতে পারেনি। বিষয়?টি নি?য়ে গোটা এলাকায় উত্তাপ ছ?ড়ি?য়ে পরে। এ সময় পু?লিশ এসে প?রি?স্থি?তি নিয়ন্ত্র?ণে আনে। এ বিষয়ে মাদরাসা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশের ওসি নুরুল ইসলাম জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে স্থানীয়দের সমজোতা করে দেয়া হবে বলে তিনি জানান।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT