রিফাত হত্যায় স্ত্রী মিন্নিকে জিজ্ঞাসাবাদ রিফাত হত্যায় স্ত্রী মিন্নিকে জিজ্ঞাসাবাদ - ajkerparibartan.com
রিফাত হত্যায় স্ত্রী মিন্নিকে জিজ্ঞাসাবাদ

3:24 pm , July 16, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার প্রধান সাক্ষী ও রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গতকাল মঙ্গলবার পুলিশ লাইন্সে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। ্এর আগে সকাল ৯টায় বরগুনা পৌরসভার মাইঠা এলাকায় নিজ বাসা থেকে মিন্নিকে পুলিশ লাইন্সে নিয়ে আসা হয়।
মিন্নিকে আসামীদের সনাক্ত করণের পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ লাইন্সে নেয়া হয় বলে জানিয়েছেন বরগুনার পুলিশ সুপার মো. মারুফ হোসেন। তিনি জানান, মিন্নি রিফাত হত্যা মামলার প্রধান অর্থাৎ ১ নম্বর সাক্ষী। তার সামনেই রিফাতকে কুপিয়ে হত্যাকান্ডের ঘটনা ঘটে। সে ঘটনার প্রত্যক্ষদর্শীও। এ কারনে মঙ্গলবার সকালে থানা পুলিশ গিয়ে মিন্নিকে তার বাসা থেকে পুলিশ লাইন্সএ নিয়ে আসে। তবে তাকে এখন পর্যন্ত গ্রেফতার বা আটক দেখা হয়নি।
পুলিশ সুপার আরো বলেন, এখন পর্যন্ত এজাহারভুক্ত এবং সন্দেহজনক অনেক আসামিকেই গ্রেফতার করা হয়েছে। এদের সনাক্ত করার জন্যই মিন্নিকে নিয়ে আসা। পাশাপাশি ভাইরাল হওয়া ভিডিও ফুটেজ এবং মিন্নিকে জড়িতে যে প্রশ্ন উঠেছে সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
উল্লেখ্য, গত ২৬ জুলাই বরগুনা সরকারি কলেজের সামনে কলেজ ছাত্র রিফাত শরীফকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে বন্ড বাহিনী। এসময় তাকে বাচাতে সর্বোচ্চ চেষ্টা করেন স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি।
তবে হত্যার ঘটনায় তিনটি ভিডিও ফুটেজ ভাইরাল হলে রিফাতের হত্যার ঘটনার সাথে মিন্নি’র সম্পৃক্ততার অভিযোগ উঠে আসে। তবে সর্বশেষ রিফাতের বাবা দুলাল শরীফ তার ছেলের হত্যার পরিকল্পনার সাথে মিন্নি’র জড়িত থাকার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন এবং তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের দাবী জানান।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT