দক্ষিণাঞ্চলের নদ-নদীর পানি বৃদ্ধি দক্ষিণাঞ্চলের নদ-নদীর পানি বৃদ্ধি - ajkerparibartan.com
দক্ষিণাঞ্চলের নদ-নদীর পানি বৃদ্ধি

2:58 pm , July 15, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ র্কীতনখোলা নদীসহ জেলার প্রায় সব নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তবে এখনো বিপদসীমার ৫৩ সেন্টিমিটার নিচে রয়েছে পানির স্তর। কিন্তু এই পানি বৃদ্ধির কারণেই নগরীর নি¤œাঞ্চাল পলাশপুরসহ জেলার নি¤œ এলাকা তলিয়ে গেছে। যদিও পানি উন্নয়ন বোর্ড বলেছে, নদীর গভীরতা থেকে ২৫৫ সেন্টিমিটারের উপরে উঠলে পানি বিপদসীমার নিচে নেমে যাবে। এখনো বরিশালে এই পরিস্থিতির সৃষ্টি হয়নি।
বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু সাইদ বলেন, ‘বরিশাল এই অঞ্চল সাগরের খুব কাছাকাছি। পাশাপাশি এখানে জোয়ার ভাটা বিদ্যমান থাকে। এখানে এখনো বনার পরিস্থিতির সৃষ্টি হয়নি। তিনি বলেন, ২৫৫ সেন্টিমিটারের উপরে উঠলে পানি উঠলে বিপদসীমা অতিক্রম করবে। যা বর্তমানে সর্বোচ্চ রয়েছে ২০২ সেন্টিমিটারে এবং সর্বোনি¤œ রয়েছে শূন্য দশমিক ৯৩ সেন্টিমিটারে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT