উচ্চাদালতের নির্দেশে এ্যাড সানা সৈয়দ বজলুল হক কলেজের সভাপতি পদে বহাল উচ্চাদালতের নির্দেশে এ্যাড সানা সৈয়দ বজলুল হক কলেজের সভাপতি পদে বহাল - ajkerparibartan.com
উচ্চাদালতের নির্দেশে এ্যাড সানা সৈয়দ বজলুল হক কলেজের সভাপতি পদে বহাল

2:57 pm , July 15, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ উচ্চ আদালতে পাত্তাই পেলো না বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য শাহ আলমের দেয়া ডিও লেটার। ডিও লেটারের পরেও বানারীপাড়া সৈয়দ বজলুর হক কলেজের গভর্নিং বডি’র সভাপতি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মাওলাদ হোসেন সানাকেই পুর্নবহাল করা হয়েছে। উচ্চ আদালতের নির্দেশের আলোকে জাতীয় বিশ^বিদ্যালয় মাওলাদ হোসেন সানাকে নির্ধারিত সময় অর্থাৎ চলতি বছরের ২১ ডিসেম্বর পর্যন্ত বহাল রাখার আদেশ দেয়া হয়েছে। জাতীয় বিশ^বিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) ড. মো. মনিরুজ্জামান স্বাক্ষরিতে এক চিঠিতে বানারীপাড়া সৈয়দ বজলুল হক কলেজ অধ্যক্ষকে এই আদেশ দেয়া হয়।
জানাগেছে, জাতীয় বিশ^বিদ্যালয় নির্দেশে ২০১৫ সাল থেকে সৈয়দ বজলুর হক কলেজে ৪ বছরের জন্য সভাপতি মনোনিত হন। কিন্তু চলতি বছরের গত ১১ মার্চ সংসদ সদস্য শাহে আলম জাতীয় বিশ^বিদ্যালয় বরাবর ডিও লেটার প্রদানের প্রেক্ষিতে বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান মো. গোলাম ফারুককে ওই কলেজের সভাপতি মনোনিত করা হয়। যার বিরুদ্ধে উচ্চ আদালতে রীট করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাওলাদ হোসেন সানা। এর প্রেক্ষিতে উচ্চ আদালত মাওলাদ হোসেন সানাকে পূর্ণ মেয়াদ পর্যন্ত সভাপতি পদে পুর্নবহালের জন্য জাতীয় বিশ^বিদ্যালয়কে নির্দেশ করেন। কিন্তু উচ্চ আদালতের ওই রায়ের স্থগিতাদেশ চেয়ে গোলাম ফারুক সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালতে আপিল করেন। তবে গত ৯ জুলাই আপিল বিভাগের চেম্বার জজ উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুকের আপিল খারিজ করে সানাকে পূর্ণবহাল রেখে আপিলটি সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চে প্রেরণ করেন। সোমবার সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চের প্রধান বিচারপতির আদালতে এ্যাডভোকেট মাওলাদ হোসেন সানার বিরুদ্ধে আনিত আপিল মোকদ্দমায় শুনানী শেষে সানাকেই স্ব পদে বহাল রাখার নির্দেশ প্রদান করেন।
এদিকে মাওলাদ হোসেন সানাকে পুনর্বহালের খবরে এলাকাবাসি ও কলেজের শিক্ষক-শিক্ষার্থী, এবং কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়ে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT