2:56 pm , July 15, 2019
নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর কাকলী হল মোড়ে ট্রাফিক পুলিশ সদস্যকে চাপা দিয়েছে বেপরোয়া গতির হলুদ অটো। গতকাল সোমবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। এতে আহত কনষ্টেবল মো. আবুয়ালকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পর চালক পালিয়ে গেলেও থানা পুলিশ অটো আটক করেছে।
ট্রাফিক পুলিশ সুত্রে জানা গেছে, কাকলি হল মোড় এলাকায় ডিউটিরত অবস্থায় ছিল কনষ্টেবল আবুয়াল। একটি বেপরোয়া গতির অটো এসে তার উপর উঠিয়ে দেয়। এতে তিনি গুরুতর আহত হন।