বাবুগঞ্জের মা-বাবা হারানো চার শিশু সন্তানের পাশে ব্যবসায়ী বাবুগঞ্জের মা-বাবা হারানো চার শিশু সন্তানের পাশে ব্যবসায়ী - ajkerparibartan.com
বাবুগঞ্জের মা-বাবা হারানো চার শিশু সন্তানের পাশে ব্যবসায়ী

2:55 pm , July 15, 2019

শাকিল মাহমুদ বাচ্চু, উজিরপুর ॥ বিদ্যুৎর্স্পশে মরা যাওয়া বরিশালের বাবুগঞ্জ উপজেলার রমজানকাঠী গ্রামের সেই কামাল- মমতাজ দম্পতির অনাথ ৪ শিশু সন্তানদের সাহায্যর হাত বাড়িয়ে মানবতার বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন গৌরনদী উপজেলার এক বাসিন্দা। তিনি ঢাকার স্থায়ী একজন ব্যাবসায়ী ১৫ জুলাই সোমবার ওদের পাশে দাড়িয়ে নিজের নাম পরিচয় গোপন রেখে গৌরনদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মোঃ জামাল উদ্দিনের মাধ্যমে নগদ ২০ হাজার টাকা তুলে দেন। এছাড়াও ৪ অনাথ শিশু কর্মজীবনে প্রবেশ না করা পর্যন্ত তাদের জন প্রতি ৫ হাজার টাকা করে প্রত্যক মাসে খরচ বাবদ ২০ হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। এতিম ৪ টি শিশুর দায়দায়িত্ব নিয়েছেন, হতভাগা শিশু ৪ টি যেন কোন কষ্ট না পায় সমাজে কারও কাছে অবহেলার পাত্র না হয় সে জন্যই তিনি এ উদ্যোগ নিয়েছেন। তবে তার নাম পরিচয় মিডিয়ায় গোপন রাখতে অনুরোধ জানিয়েছেন । সেমবার দুপুরে রমজানকাঠী গ্রামে নিহত কামাল হোসেনের পুত্র রবিন (১২) মেয়ে হাবিবা (৮) হামিদা(৬) হাতে নগদ ২০ হাজার টাকা তুলে দেন। এ সময় উপস্তিত ছিলেন অব: সেনা সদেস্য বীর মুক্তিযোদ্বা আয়নাল হক , উজিরপুরের সাংবাদিক শাকিল মাহমুদ বাচ্চু ,স্থানীয় বাসিন্দা চান্দু মোল্লা, শিকারপুর ইউনিয়ন শ্রমীক লীগের নেতা সুমন মৃধা,নিহতদের স্বজনরা।গত ১১ জুলাই বৃহস্পতিবার পাট ক্ষেতের মধ্যে তার ছিড়ে পরে বিদ্যুৎপৃষ্ট স্ত্রীকে বাচাতে গিয়ে স্বামী- স্ত্রী দু’জনে প্রান হারালে ওই দম্পতির শিশু ৪টি সন্তান অকালে অনাথ হবার সংবাদ পত্রিকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হলে মানবতার প্রতি আকৃষ্ট হয়ে ওদের পাশে দাড়িয়েছেন তিনি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT