3:18 pm , July 14, 2019
মুলাদী প্রতিবেদক ॥ মুলাদীতে পূর্ব শত্রুতার জেরধরে গ্রাম পুলিশ (চৌকিদার) এক ইজিবাইক চালককে ধর্ষণ মামলার প্রধান আসামী করে ফাঁসিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার নাজিরপুর ইউনিয়নের নাজিরপুর গ্রামের জয়নাল মোল্লার পুত্র ও নাজিরপুর ইউনিয়নের চৌকিদার আমিনুল ইসলাম পাশ্ববর্তী ঘোষেরচর গ্রামের আদারী খানের পুত্র ইজিবাইক চালক নজরুল ইসলামকে ধর্ষণ মামলায় ফাঁসিয়েছেন বলে ধর্ষিতা ও তার পরিবার অভিযোগ করেছেন। জানাগেছে গত ১৩ মে রাত ৯টার দিকে মুলাদী পৌরসভার এক গৃহবধু সদর ইউনিয়নের ভাঙ্গারমোনা গ্রামের মামা বাড়িতে বেড়াতে গেলে একদল দুর্বৃত্ত পাশ্ববর্তী জালালপুর গ্রামের জনৈক রহিম খানের বাগানে নিয়ে ধর্ষণ করে। রাতে স্থানীয়রা ধর্ষক রনি সরদার, ফয়সাল খান ও রাব্বী সিকদারকে আটক করে পর দিন পুলিশে সোপর্দ করে। ১৪ মে সকালে পুলিশ ধর্ষক ও ধর্ষিতাকে থানায় নিয়ে আসলে চৌকিদার আমিনুল ইসলাম সাক্ষী দেওয়ার জন্য ইজিবাইক চালক নজরুলকে থানায় হাজির করে। পরবর্তীতে চৌকিদার ধর্ষিতা গৃহবধুকে বিভিন্ন ভয়ভীতি ও প্রলোভন দেখিয়ে নজরুলকে ধর্ষণ মামলার প্রধান আসামী করে এবং সাথে সাথে পুলিশ নজরুলকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করে। ধর্ষিতা গৃহবধু ও ধর্ষন মামলার বাদী ধর্ষিতার স্বামী জানান ঘটনাস্থলে ইজিবাইক চালক নজরুল ইসলাম উপস্থিত না থাকলেও চৌকিদার ধর্ষিতাকে দিয়ে নজরুলকে মামলার আসামী করতে বাধ্য করেছেন। পরবর্তীতে গত ২০ জুন তারা বরিশাল জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে নজরুল ইসলামের পক্ষে জামিনের আপত্তি নেই বলে আবেদন করলেও আদালত তাকে জামিন দেয়নি। ইজিবাইক চালক নজরুল ইসলামের ভাই নূরুল ইসলাম জানান ধর্ষণের ঘটনার ২ দিন আগে স্থানীয় চৌকিদার আমিনুল ইসলামের সাথে ভাড়া নিয়ে নজরুলের সাথে তর্ক হয়। ওই সময় চৌকিদার নজরুলকে দেখে নিবে বলেও হুমকি দেয়। ভাড়া নিয়ে তর্ক-বিতর্কের ২দিনের মাথায় এলাকায় গণধর্ষণের ঘটনা ঘটলে চৌকিদার আমিনুল ইসলাম প্রভাব খাটিয়ে ধর্ষিতা ও তার স্বামীকে দিয়ে নজরুলকে প্রধান আসামী করতে বাধ্য করেন। এব্যাপারে ধর্ষিতা জানান নজরুলকে আমি চিনি না। চৌকিদার আমিনুল ইসলাম থানা পুলিশের কাছে নজরুলের নাম বলার কথা বলেন। আমি কোনো কিছু না জেনেই নজরুলের নাম বলে দিয়েছি। কিন্তু পরবর্তীতে জানতে পারি নজরুল নামে কেউ ধর্ষনের সাথে জড়িত ছিলো না। এব্যাপারে চৌকিদার আমিনুল ইসলাম জানান ধর্ষণ মামলায় ইজিবাইক চালক নজরুল ইসলামের আসামী হওয়ার বিষয়ে আমার কিছু জানা নাই।