কলাপাড়ায় শ্বশুর বাড়িতে জামাতার আত্মহত্যা কলাপাড়ায় শ্বশুর বাড়িতে জামাতার আত্মহত্যা - ajkerparibartan.com
কলাপাড়ায় শ্বশুর বাড়িতে জামাতার আত্মহত্যা

3:17 pm , July 14, 2019

কলাপাড়া প্রতিবেদক ॥ কলাপাড়ায় স্ত্রীর সঙ্গে অভিমান করে শ্বশুর বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে স্বামী। রোববার সকালে উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামের লাল মিয়া সিকদারের বাড়িতে এ ঘটনা ঘটেছে। আত্মহননকারী সোহাগ ফকির (৩০) বাদুরতলী গ্রামের লতিফ ফকিরে ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠিয়েছে।
স্থানীয় সূত্রে জানাযায়, সোহাগ ফকির বিভিন্ন এনজিও থেকে ঋন নিয়ে নিয়েছে। এতে ঋনগ্রস্থ সোহাগ হতাশ হয়ে পড়ে। রোববার সকালে শ্বশুড় লাল মিয়া সিকদারের বাসায় কিস্তির টাকা নিয়ে স্ত্রী ছালমা বেগমর (২৫) সাথে বাকবিতন্ডা হয়। এতে অভিযানে সকলের অগোচরে ঘরের আড়ার সাথে ওড়না পেছিয়ে আত্মহত্য করে সোহাগ। বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার এস আই মোজাম্মেল হক জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে সোহাগের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় কলাপাড়া থানায় ইউডি মামলা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT