3:04 pm , July 13, 2019
নিজস্ব প্রতিবেদক ॥ শিক্ষার্থীদের দাবী আদায়ের আন্দোলনের ফলে অষ্টম দিনেও অচল ছিলো বরিশাল নার্সিং কলেজ। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবারও পরীক্ষা এবং ক্লাব বর্জন করে ক্যাম্পাসে বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচি পালন করেন।
কর্মসূচির অংশ হিসেবে চার দাফা দাবীতে শনিবার সকাল ১০টায় শেবামেকক্যাম্পাস সংলগ্ন নার্সিং কলেজের একাডেমিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এসময় দাবী আদায়ের লক্ষ্যে বিভিন্ন শ্লোগান দেন তারা। যা চলে দুপুর ১টা পর্যন্ত।
এর আগে নার্সিং পেশায় স্বতন্ত্র পেশাগত ক্যাডার সার্ভিস ‘বিসিএস সেবা’ চালু, নার্সিং শিক্ষার্থীদের ৬ হাজার টাকা ইন্টার্ন ভাতা ২০ হাজারে উন্নীত করা, ২ হাজার টাকার স্টাইপেন্ড ৫ হাজার টাকায় উন্নীত করা, সকল নার্সিং কলেজের জন্য ক্লিনিক্যাল প্রাকটিস নার্স পদ সৃষ্টি ও পূরন করা এবং নতুন কারিকুলাম সংশোধন না করা পর্যন্ত পুরাতন কারিকুলাম বহাল রাখার দাবীতে আন্দোলনের ডাক দেয় বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট স্টুডেন্ট নার্সেস এ্যাসোসিয়েশন। দেশব্যাপী সকল নার্সিং কলেজের ন্যায় গত ৬ জুলাই থেকে বরিশাল নার্সিং কলেজেও বরিশাল স্টুডেন্ট নার্সেস ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর সহযোগিতায় দাবী আদায়ের আন্দোলন পালন করা হয়। তাদের লাগাতার আন্দোলনের ফলে গত কদিন নার্সিং কলেজের অচলাবস্থার সৃষ্টি হয়। তারা ক্লাব, পরীক্ষা এবং ক্লিনিক্যাল প্র্যাকটিস বাদ দিয়ে বিক্ষোভ মিছিল, অবস্থান ধর্মঘট ও মানববন্ধন কর্মসূচি পালন করে আসছে।