রাজাপুরে বিদ্যুৎস্পৃষ্টে পিতার মৃত্যু, ছেলে আহত রাজাপুরে বিদ্যুৎস্পৃষ্টে পিতার মৃত্যু, ছেলে আহত - ajkerparibartan.com
রাজাপুরে বিদ্যুৎস্পৃষ্টে পিতার মৃত্যু, ছেলে আহত

3:02 pm , July 13, 2019

রাজাপুর প্রতিবেদক ্॥ রাজাপুরে ঝড় বৃষ্টিতে মাটিতে পড়ে থাকা বিদ্যুতের তাঁর গাছের ঢাল পুঁতে উচু করতে গিয়ে ফরিদ উদ্দিন হাওলাদার (৫৫) নামে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ছেলে আব্দুর রহমান (২৬) আহত হয়েছে। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার দক্ষিণ সাউথপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ফরিদ ওই গ্রামের মৃত ছোমেদ হাওলাদারের ছেলে। স্বজনদের বরাদ দিয়ে রাজাপুর থানার এসআই আরেফিন ইসলাম জানান, বিদ্যুতের মেইন সুইস বন্ধ না করে মাটিতে পড়ে থাকা পাশাপাশি দু’ঘরের বিদ্যুৎ সংযোগের তার উঁচু করার সময় তাঁরে জড়িয়ে আক্রান্ত হন ফরিদ ও তার ছেলে আব্দুর রহমান। স্থানীয়রা তাদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক ফরিদকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT