মীরগঞ্জ খেয়াঘাটের নতুন ইজারাদারের কার্যক্রম শুরু মীরগঞ্জ খেয়াঘাটের নতুন ইজারাদারের কার্যক্রম শুরু - ajkerparibartan.com
মীরগঞ্জ খেয়াঘাটের নতুন ইজারাদারের কার্যক্রম শুরু

3:02 pm , July 13, 2019

রাসেল মল্লিক, মুলাদী ॥ সকল মুক্তিযোদ্ধাদের ফ্রি পারাপারের সুযোগ দিয়ে মীরগঞ্জ খেয়াঘাটের নতুন ইজারাদারের টোল আদায় শুরু করেছে। গত শুক্রবার বিকালে মীরগঞ্জ খেয়াঘাটের পূর্বপাড়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে টোল আদায় এর উদ্বোধন করেন ইজারাদার মোঃ আলমগীর হোসেন সুমন। চাঁদপাশা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদকফিরোজ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মোনাজাত ও উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুলাদী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু। এসময় উপস্থিত ছিলেন মুলাদী থানার অফিসার ইনচার্জ জিয়াউল আহসান, বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ দীবাকর চন্দ্র সাহা, কাজিরচর ইউনিয়ন আ’লীগ সভাপতি সিদ্দিকুর রহমান খান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, মুলাদী পৌর কাউন্সিলর আলমগীর হোসেন, মুলাদী প্রেসকাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্যাদা, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল হাওলাদার, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান ইমামসহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। উদ্ভোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে মুলাদী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু নতুন ইজারাদারের পক্ষ থেকে সকল মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে পাড়াপাড়ের সুযোগের ঘোষণা দেন। টোল আদায়ের উদ্ভোধনী অনুষ্ঠানে ইজারাদার আলমগীর হোসেন সুমন জানান, অতিতে মীরগঞ্জ খেয়াঘাটে যাত্রীদের সাথে হওয়া অসৎদাচরন, জুলুম, নির্যাতন বন্ধ করার সৎ উদ্যেশ্য নিয়েই আমি লড়াই করে এ ঘাট পেয়েছি, আসা করি আগামী ১বছর এ ঘাটে যাত্রীরা সকল ধরনের সুযোগ সুবিধা পাবে। থানা অফিসার ইনচার্জ জিয়াউল আহসান বলেন, মীরগঞ্জ খেয়াঘাট নিয়ে অতিতের যে বদনাম রয়েছে তা যেন বর্তমান ইজারাদার যাত্রীদের মন থেকে মুছে দিতে পারে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT