3:00 pm , July 13, 2019
নিজস্ব প্রতিবেদক ॥ আগামী ১৮ জুলাই বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে বরিশাল বিভাগীয় সমাবেশ হচ্ছে নগরীতে। দীর্ঘ এক বছর পরে আয়োজিত এই সমাবেশকে জনসমুদ্রে পরিনত করতে নানামুখি কর্মপরিকল্পনা গ্রহন করেছে দলটির স্থানীয় নেতৃবৃন্দ। নেত্রী’র মুক্তি দাবীর সমাবেশে শুধুমাত্র বরিশাল জেলা ও মহানগর থেকেই অর্ধ লক্ষাধীক মানুষের সমাগম ঘটনার লক্ষ্য নিয়েছেন তারা। এজন্য মহানগরীর ওয়ার্ড এবং উপজেলার ইউনিয়ন পর্যায়ে প্রস্তুতি সভা’র সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিএনপি’র বিভাগীয় সমাবেশ সফল করতে গতকাল শনিবার মহানগর ও দক্ষিণ জেলা বিএনপি’র পৃথক প্রস্তুতি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর মধ্যে শনিবার বিকাল ৪টায় দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি’র দাবীতে বিভাগীয় সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা করেছে মহানগর বিএনপি। ছাত্রদল, যুবদল, শ্রমিকদল ও মহিলা দল সহ অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন বিএনপি’র কেন্দ্রেীয় জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব আলহাজ¦ এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।
এছাড়াও সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাক জিয়াউদ্দিন সিকদার জিয়া, সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান খান ফারুক, যুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, মহানগর বিএনপি’র যুগ্ম-সম্পাদক সৈয়দ আকবর, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহাবুবুর রহমান পিন্টু, মহিলা দল নেত্রী শরিফ তাসলিমা কালাম পলি সহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও মহানগরীর ৩০টি ওয়ার্ডে বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে সকাল সাড়ে ১১টায় দলীয় কার্যালয়ে জেলা-উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে প্রস্তুতি সভা করেছে দক্ষিণ জেলা বিএনপি। কমিটির সভাপতি আলহাজ¦ এবায়েদুল হক চাঁন এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন কমিটির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবুল কালাম শাহিন, সদর উপজেলা বিএনপি’র সভাপতি এ্যাডভোকেট এনায়েত হোসেন বাচ্চু, বিএনপি নেতা আব্দুল মান্নান মাষ্টার, হুমায়ুন খাঁ, আব্দুল সহিদ খাঁ, ওয়াহিদুল ইসলাম প্রিন্স সহ ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসবক দল সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার বলেন, দলের চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে আয়োজিত ১৮ জুলাই’র বিভাগীয় সমাবেশ সফল ও জনসমুদ্রে পরিনত করার লক্ষ্যে নানামুখি সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। বিভাগীয় এই সমাবেশে শুধুমাত্র মহানগরীর ৩০টি ওয়ার্ড থেকে নীচে এক হাজার করে মোট ৩০ হাজার মানুষের লক্ষ্য মাত্রা রয়েছে। তবে আমরা চাইবো আরো বেশি নেতা-কর্মীদের নিয়ে আসতে। এজন্য প্রতিটি ওয়ার্ড এবং অঙ্গ সহযোগী সংগঠনকে নিয়ে পৃথকভাবে প্রস্তুতি সভা করা হবে। যার মধ্যে ১৪ জুলাই শ্রমিক দল, ১৫ জুলাই স্বেচ্ছাসেবক ও যুবদল এবং ১৬ জুলাই সাবেক ভিপি মশিউল আলম সেন্টু’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মোনাজাতের পাশাপাশি মহানগর ছাত্রদলের প্রস্তুতি সভা করা হবে।
অপরদিকে দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি আলহাজ¦ এবায়েদুল হক চাঁন বলেন, আমাদের লক্ষ্য থাকবে সর্বোচ্চ নেতা-কর্মীদের সমাবেশে আনা হবে। কিন্তু অনেক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা রয়েছে। যে কারনে তারা গ্রেফতারের ভয়ে আছে। তার পরেও আমরা সর্বোচ্চ লোকের সমাগম ঘটানো হবে বিভাগীয় সমাবেশে। পাশাপাশি বিভাগীয় সমাবেশ সফল করতে উপজেলা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা পৃথকভাবে প্রস্তুতি সভা করবে।