3:13 pm , July 12, 2019
নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর রসুলপুর থেকে ৫০ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রেতাকে আটক করেছে আমর্ড ব্যাটালিয়ন পুলিশ। গতকাল শুক্রবার পরিচালিত অভিযানে আটক মাদক বিক্রেতা হলো- জসিম হাওলাদার (২৮)। সে নগরীর কাউনিয়া মনা মিয়ার বাড়ির বাড়াটিয়া ও বরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া গ্রামের ফারুক হাওলাদারের ছেলে।
এপিবিএন থেকে জানিয়েছে, মাদক উদ্ধার অভিযান হিসেবে তারা রসুলপুর এলাকায় যায়। ওই এলাকার কোস্টগার্ড ক্যাম্পের পশ্চিম পাশে রসুলপুর ব্রীজের উপর থেকে জসিমকে আটক করে। পরে তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা করা হয়েছে।