3:17 pm , July 11, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর কাউনিয়া হাউজিং এলাকা থেকে দুই গাঁজা চাষী আটক করেছে পুলিশ। বুধবার রাতে পরিচালিত অভিযানে আটক দুই গাঁজা গাছ চাষী হলো- তারেক হোসেন (৩০) ও তপু সিকদার (২০)। তপু কাউনিয়া হাউজিং এলাকার সিকদার বাড়ির ভাড়াটিয়া দুলালসিকদারের ছেলে ও তারেক একই এলাকার নুরুল হকের ভাড়াটিয়া মোশারেফ হোসেনের ছেলে। উভয়ে নিজেদের বাসায় গাঁজা চাষ করে। তাদের কাছ থেকে দুইটি গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে।
কাউনিয়া থানার ওসি আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে তপু সিকদারকে একটি গাঁজা গাছসহ আটক করা হয়। পরে তার দেয়া স্বীকারোক্তিতে একই এলাকার নুরুল হকের বাসা থেকে আরো একটি গাঁজা গাছসহ তারেক হোসেনকে আটক করা হয়। এই ঘটনায় দুই গাঁজা গাছ চাষীর বিরুদ্ধে পৃথক দুইটি মামলা করা হয়েছে।