বিদ্যুৎপৃষ্ট স্ত্রীকে বাঁচাতে গিয়ে স্বামী-স্ত্রী দু’জনের করুন মৃত্যু বিদ্যুৎপৃষ্ট স্ত্রীকে বাঁচাতে গিয়ে স্বামী-স্ত্রী দু’জনের করুন মৃত্যু - ajkerparibartan.com
বিদ্যুৎপৃষ্ট স্ত্রীকে বাঁচাতে গিয়ে স্বামী-স্ত্রী দু’জনের করুন মৃত্যু

3:11 pm , July 11, 2019

শাকিল মাহমুদ বাচ্চু, উজিরপুর ॥ বাবুগঞ্জ উপজেলার রমজানকাঠী গ্রামে বিদ্যুতপৃষ্ট স্ত্রীকে বাঁচাতে গিয়ে স্বামী স্ত্রী দু’জনের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। ১১ জুলাই বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে। জানাগেছে রমজান কাঠী গ্রামের দিনমজুর কামাল হোসেন হাওলাদারের স্ত্রী মমতাজ বেগম (২৮) দুপুরে নিজ বাড়ীর কাছে কাবিল খানের জমিতে পশুর খাবার জন্য পাটগাছ তুলতে গেলে ওই জমিতে বিদ্যুৎ তার ছিড়ে পরলে সে বিদ্যুতায়িত হয়ে ছটফট করতে থাকলে তার মেয়ে হালিমা (৮)ঘটনা দেখে চাচীকে খবর দেয়। এ সময় মমতাজ বেগমের স্বামী ভ্যান চালক কামাল হোসেন (৩৫) বাড়ীতে এসে স্ত্রী মমতাজ জমিতে অসুস্থ্য হয়ে পরেছে খবর পাওয়া মাত্র তাকে বাঁচাতে ছুটে গেলে কামাল হোসেন নিজেও বিদ্যুৎপৃষ্ট হয়ে ছটফট করতে থাকে। স্থানীয়লোকজন তাদের দু’জনকে উদ্বার করে উজিরপুর হাসপাতালে নিয়ে গেলে উজিরপুর হাসপাতালের চিকিৎসক মাকসুদুর রহমান তাদের মৃত্যু ঘোষনা করেন। বাবুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছেন ওসি দিবাকর চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনায় ইউডি মামলা দায়ের করা হয়েছে। এদিকে নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম।কামাল ও মমতাজের দম্পতির না বালক শিশু ৪টি সন্তান রয়েছে। তাদের আর্তনাদে চোখের পানি ফেলছে শতশত মানুষ। স্থানীয়রা অভিযোগ করেন, বিদ্যুৎ বিভাগের অসর্তকতার কারনে দুটি প্রান অকালে ঝড়ে গেছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT