বাবুগঞ্জে অচেতন করে ঘর লুটের চেষ্টা বাবুগঞ্জে অচেতন করে ঘর লুটের চেষ্টা - ajkerparibartan.com
বাবুগঞ্জে অচেতন করে ঘর লুটের চেষ্টা

3:14 pm , July 10, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ বাবুগঞ্জ উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও তার পরিবারের সদস্যদের অচেতন করে ঘরে লুটপাটের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। প্রতিবেশিরা ঘটনাটি টের পেয়ে যাওয়ায় ব্যর্থ হয়েছে তারা। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে বাবুগঞ্জ উপজেলার ক্ষুদ্রকাঠি গ্রামের সিকদার বাড়িতে এই ঘটনা ঘটে।
এদিকে রাতেই পুলিশ কৃষি কর্মকর্তা সহ পরিবারের চার সদস্যকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। এরা হলো- উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাদেকুর রহমান সুরুজ (৩৪), তার স্ত্রী সুরাইয়া আক্তার (২৬), তাদের শিশু সন্তান সাদিয়া রহমান সাজমিম (৬) ও তসমিন (৩)।
এদের মধ্যে শিশু সাদিয়া রহমান সাজমিন ও তার ভাই তাসমিন এর অবস্থা আশঙ্কাজনক। অতিরিক্ত মাত্রায় চেতনানাশক ওষুধ স্প্রে করার কারনে দুই শিশু গুরুতর অসুস্থ হয়ে পড়েছে বলে জানিয়েছেন শেবাচিমের শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. অসীম কুমার সাহা।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাদেকুর রহমান সুরুজ বলেন, মঙ্গলবার রাতের খাবার খাওয়ার পর পরই চোখ জুড়ে প্রচন্ড ঘুম এসে যায়। এক পর্যায় তারা সবাই ঘুমিয়ে পড়েন। এর পর রাত আড়াইটার দিকে একদল দুর্বৃত্ত ঘরের জ্বানালা ভেঙে ঘরে প্রবেশের চেষ্টা করে।
তখন পাশের ঘরে থাকা ছোট ভাই শাহরিয়ার রহমান ঘটনাটি টের পেয়ে চোর চোর বলে ডাক চিৎকার শুরু করে। এতে দুর্বৃত্তরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
কৃষি কর্মকর্তার ভোট ভাই বাবুগঞ্জ উপজেলা পরিষদের সিএ শাহরিয়ার রহমান বলেন, রাত দেড়টার দিকে প্রথমে জানালা ভাঙার শব্দ পাই। তবে তখন বিষয়টি গুরুত্ব দেইনি। এর পর রাত দুইটার পরে পুনরায় অনেক জোরে শব্দ আসতে থাকে। তখন জানালা থেকে বাইরে তাকিয়ে দেখতে পাই একজন লোক হাতুড়ি দিয়ে ভাইয়ের ঘরের জানালা ভাঙার চেষ্টা করছে। আরো ৪/৫ জন পাশে দাড়ানো। তখন চোর চোর বলে ডাক-চিৎকার শুরু করলে তারা পালিয়ে যায়।
কৃষি কর্মকর্তা সাদেকুর রহমান সরুজ অভিযোগ করে বলেন, এটি কোন চুরির ঘটনা নয়। আমাকে হত্যার জন্য এমন পরিকল্পনা করা হয়েছিলো বলে মনে হচ্ছে। কেননা চুরির উদ্দেশ্য থাকলে ঘরের বাইরে সিঁড়িতে দুটি মোটরসাইকেল রাখা ছিলো। যা খুব সহজেই চোর চুরি করতে পারতো। তা না করে ঘরের জানালা ভেঙে ঘরে প্রবেশের চেষ্টা করে।
তিনি বলেন, এ ঘটনা এই একবারই নয়, এর আগে আরো একবার একই ঘটনা ঘটেছিলো। যে ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরীও করেছেন তিনি। তাই এই বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখতে পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানান তিনি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT