3:23 pm , July 9, 2019
পরিবর্তন ডেস্ক ॥ ভোলার চরফ্যাশনে সাগরে মাছ শিকারে যাওয়া সকল জেলেদেরকে সতর্ক করেছেন উপজেলা প্রশাসন। মৎস্য শিকারে প্রত্যেক ট্রলারে জেলেদের জনপ্রতি লাইফ জ্যাকেট না থাকলে জেল জরিমানা করা হবে। ট্রলার মালিকরা জেলেদের লাইফ জ্যাকেট নিশ্চিত করে জেলেদের নিরাপত্তা ব্যবস্থা করে নদীতে পাঠাবে। এ ব্যাপারে নদীতে নৌবাহিনী, কোস্টগার্ড ও পুলিশ সদস্য চেকিং করে লাইফ জ্যাকেট পর্যাপ্ত কিনা তা নিশ্চিত করবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রম্যমাণ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন। উল্লেখ্য, গত শনিবার বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবিতে ২৮ জেলে নিখোঁজ থাকার ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয়- সে জন্য জেলেদের নিরাপত্তার লক্ষ্যে ইলিশ ধরা মৌসুমে প্রশাসন কঠোর ভূমিকা নিতে বাধ্য হয়েছে। জীবন ও জীবিকার তাগিদে নদীতে মাছ ধরতে গিয়ে আর কোন মায়ের কোল যেন খালি না হয়। তাই ইলিশ মৌসুমে দূর্যোগের সময় প্রত্যেক জেলেকে ট্রলারে লাইফ জ্যাকেট পরে মাছ ধরা বাধ্যতামূলক করা হয়েছে।