তিন দিনের সফরে বরিশালে এসেছেন মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার তিন দিনের সফরে বরিশালে এসেছেন মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার - ajkerparibartan.com
তিন দিনের সফরে বরিশালে এসেছেন মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার

3:15 pm , July 9, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ তিন দিনের সফরে নগরীতে এসেছেন বাংলাদেশে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত রবার্ট মিলার। গ্রীনলাইনের ওয়াটার বাসে মঙ্গলবার দুপুর দেড়টার দিকে তিনি বরিশাল নদী বন্দরে এসে পৌছান।
নদী বন্দরে তাকে অভ্যর্থনা জানিয়েছেন বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম ও বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোয়াজ্জেম হোসেন ভূঞাঁ। উর্ধ্বতন কর্মকর্তারা তাকে ফুলের শুভেচ্ছা জানিয়ে বরন করেন। নদী বন্দর থেকে আমেরিকান রাষ্ট্রদূত রবার্ট মিলার বান্দ রোডস্থ হোটেল গ্রান্ড পার্কে পৌছে দেয়া হয়। এর পর বিকাল ৫টায় বরিশাল বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজি’র সাথে সৌজন্য সাক্ষাত করেন।
এছাড়া বুধবার সকাল ৯টায় পিরোজপুরের ভা-ারিয়ার উদ্দেশ্যে যাত্রা করবেন। ভান্ডারিয়ায় জেপি’র চেয়ারম্যান ও সংসদ দস্য আনোয়ার হোসেন মঞ্জুর সাথে তার বাসভবনে সাক্ষাত করবেন রবার্ট মিলার।
সেখান থেকে বেলা ১২টায় ঝালকাঠির ভিমরুলিতে ভাসমান পেয়ারা বাজার পরিদর্শন করবেন তিনি। এর পর বিকাল সোয়া ৩টায় বরিশালে বাংলাদেশ বেতারে সাক্ষাৎকারে অংশ নেবেন। বিকাল ৪টা ৫০ মিনিটে সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের মিয়া বাড়ি মসজিদ পরিদর্শন শেষে রাত ৮টায় হোটেল গ্রান্ড পার্কে ফিরে আসবেন।
এছাড়া সফরের তৃতীয় দিন অর্থাৎ বৃহস্পতিবার ১১ জুলাই সকাল সোয়া ৮টায় নগরীর অক্টোফোর্ড মিশন চার্চ, সকাল ৯টায় মৎস্য অবতরণ কেন্দ্র, সকাল সোয়া ৯টায় জাহানারা ইসরাইল স্কুল এন্ড কলেজ এবং বেলা সাড়ে ১১টায় সিএন্ডবি রোডে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ পরিদর্শন শেষে বিকাল সাড়ে ৪টায় বরিশাল বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT