বাকেরগঞ্জের যুবদল নেতার বিরুদ্ধে প্রতারনা মামলা বাকেরগঞ্জের যুবদল নেতার বিরুদ্ধে প্রতারনা মামলা - ajkerparibartan.com
বাকেরগঞ্জের যুবদল নেতার বিরুদ্ধে প্রতারনা মামলা

3:15 pm , July 8, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ চেক প্রতারনার অভিযোগে বাকেরগঞ্জ থানা যুবদলের সাবেক সাধারন সম্পাদক ও খবির এন্টারপ্রাইজের মালিক খবির সিকদারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রতারনার শিকার নগরীর মুন্সির গ্যারেজ এলাকার রঙ্গশ্রী প্রাইভেট লিমিটেডের প্রকল্প পরিচালক হানিফুর রহমান মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক মোঃ কবির উদ্দিন প্রামানিক তা আমলে নিয়ে সমন জারির নির্দেশ দেন। মামলায় অভিযুক্ত খবির সিকদার বাকেরগঞ্জ পুরাতন লঞ্চঘাট এলাকার আঃ কাদের সিকদারের ছেলে। আদালত সুত্র জানায়, ব্যবসায়িক পরিচয়ের সূত্র ধরে হানিফুর রহমানের কাছ থেকে ১৫ লাখ টাকা ধার নেয় খবির সিকদার। পরে খবির সিকদার ৩টি চেকের মাধ্যমে ওই টাকা ফেরত দেয়। গত ২ মে হানিপুর রহমান চেক ৩টি ব্যাংকে জমা দিলে তা ডিসঅনার হয়। এতে ২৮ মে তাকে আইনী নোটিশ দেয় হানিফুর রহমান। নোটিশের কোন জবাব না দেয়ায় গতকাল মামলাটি দায়ের করলে বিচারক ওই নির্দেশ দেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT