3:11 pm , July 8, 2019

রহিম রেজা, রাজাপুর ॥ ঘরে রেডিও বাজছে, ঘরের পাশেই খুপড়ি ছোট রান্না ঘরের চুলায় ভাত রান্না চলছে। হয়তো নিজের রান্না করা ভাত খাবারের জন্য ঘরে নিতে বের হচ্ছিলেন ষাট বছর বয়সী বৃদ্ধ সৈয়দ আলী। এ সময় বৃষ্টিতে পিচ্ছিল থাকা ইটে পা পিছলে পড়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। রোববার বিকেল থেকে সোমবার সকালের মধ্যে কোন এক সময় এ ঘটনা ঘটেছে রাজাপুরের শুক্তাগড় ইউনিয়নের গোপালপুর গ্রামে। কিন্তু ওই বৃদ্ধ’র লাশ দাফনে আগ্রহ নেই তার স্ত্রী সন্তানদের। পরে খবর পেয়ে পুলিশ সোমবার দুপুরে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সৈয়দ আলীর স্ত্রী রিনা বেগম খুলনা থেকে মুঠোফোনে জানান, দীর্ঘ ৮ বছর ধরে তার স্বামীর সাথে যোগাযোগ নেই। তিনি রাজাপুরে যান না। মৃত্যুতে রাজাপুরে স্বামীকে দাফন দিতে আসবেন কিনা জানতে চাইলে রিনা বেগম নিজেকে অসুস্থ্য দাবি করে জানান, ছেলেকে ফোন দিয়েছি, সে যাচ্ছে। তিনি ও তার মেয়ে জেসমিন শেষে বারের মত সৈয়দ আলীকে দেখতেও না আশায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। জানতে চাইলে স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম লালু জানান, দরিদ্র সৈয়দ আলী দিনমজুরের কাজ করতো এবং চল্লিশ দিনের কর্মসূচি প্রকল্পে কাজ করে নিজেই রান্নাবারা করে খেতেন। স্ত্রী রিনা বেগম কয়েক বছর পূর্বে তাকে ছেড়ে অন্যত্র চলে যায় এবং দুই সন্তানের মধ্যে ছেলে আঃ রহিম চট্রগ্রাম থাকেন ও মেয়ে জেসমিন বাঘেরহাটে থাকেন। ওই নির্জন বাড়িতে একাই বসবাস করতেন তিনি। লাশ ময়নাতদন্তের পর নিয়ে এসে এলাকাবাসী মিলেই তার জানাজা ও দাফন সম্পন্ন করবেন বলেও জানান ইউপি সদস্য সাইফুল। রাজাপুর থানার ওসি তদন্ত মোঃ মাঈন উদ্দিন জানান, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। তার স্ত্রী, ছেলে মেয়েদের কেহ বাড়িতে থাকেন বা বয়সের ভারে ন্যূজ সৈয়দ আলীর খোঁজখবরও নিতো না। তাদের ফোন দেয়া হয়েছিল, তারা কেউ আসবেও না ও তাদের কোন আগ্রহও নেই।