কলাপাড়া কোস্টগার্ডের আশ্রয়ে ৫১৯ জেলেসহ ৩২ ভারতীয় জেলে ট্রলার কলাপাড়া কোস্টগার্ডের আশ্রয়ে ৫১৯ জেলেসহ ৩২ ভারতীয় জেলে ট্রলার - ajkerparibartan.com
কলাপাড়া কোস্টগার্ডের আশ্রয়ে ৫১৯ জেলেসহ ৩২ ভারতীয় জেলে ট্রলার

3:35 pm , July 7, 2019

কলাপাড়া প্রতিবেদক ॥ ভারতের পশ্চিম বঙ্গের ২৪ পরগণা এলাকার ৩২টি মাছ ধরা ট্রলারসহ ৫১৯ জেলে পটুয়াখালীর কলাপাড়া পায়রা বন্দর কোস্টগার্ড সদস্যদের কাছে নিরাপদ আশ্রয় নিয়েছে। শনিবার রাতের দিকে মৌডুবী চ্যানেল দিয়ে কলাপাড়ার রাবনাবাদ নদে প্রবেশ করে ভারতীয় ট্রলারগুলি। গতকাল দুপুরে রবিবার পায়রা বন্দর কোস্টগার্ড সদস্যদের কাছে এসে ট্রলারসহ জেলেরা আশ্রয় নিয়েছে।
রবিবার বেলা দেড়টার দিকে আশ্রয় নেওয়া ট্রলার এবং জেলেদের সার্বিক তথ্য সংগ্রহ করেছেন কলাপাড়া উপজেলা সহকারি কমিশানার (ভূমি) অনুপ কুমার দাস, সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোন কুমার দাস।
কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার দাস জানান, সাগর প্রাচন্ড উত্তাল হওয়া ভারতীয় জেলেরা ট্রলার চালিয়ে ভারতের দিকে যেতে পারেনি। জীবন ও সম্পদ রক্ষায় তারা বাংলাদেশের সীমানায় প্রবেশ করেছে বলে প্রশাসনকে নিশ্চিত করেছে।
কলাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাশ জানান, ট্রলারে থাকা জেলেদের নাম ঠিকানা সংগ্রহ করছেন। অধিকাংশ জেলের বাড়ি ভারতের পশ্চিম বঙ্গের ২৪ পরগণা এলাকায়।
কোস্টগার্ড পায়রা বন্দর কোস্টগার্ড সূত্রে জনাগেছে, দূর্যোগরে কারনে বাংলাদেশের সীমানায় নিরাপদ আশ্রয়ে আসার রবিবার দুপুরে ভারতীয় ট্রলার ও জেলেদের নিরাপদ হেফাজতে নিয়েছেন। বর্তমানে পায়রা বন্দর কোস্টগার্ড ঘাটে এ ট্রলারগুলো বেধে রাখা হয়েছে। তবে ট্রলারগুলোতে কোন অবৈধ জিনিসপত্র রয়েছে কি না তাও খতিয়ে দেখছে কোস্টগার্ড।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT