3:33 pm , July 7, 2019
নিজস্ব প্রতিবেদক ॥ গত কয়েকদিন ধরে নগরীসহ বিভাগে টানা বৃষ্টিপাত হচ্ছে। কখনো গুড়ি গুড়ি কখনো মাঝারি আকারে এ বৃষ্টিপাত হচ্ছে। এ বৃষ্টিতে নদীতে ঝাকে ঝাকে ইলিশ আসে। এসে ধরা পড়ে জেলেদের জালে। কিন্তু ইলশে গুড়ি বৃষ্টিতে দেখা নেই সেই ইলিশ মাছের। আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক আনিসুর রহমান বলেন, বরিশাল বিভাগে মৌসুমি বায়ুর প্রভাব সক্রিয় রয়েছে। আর এ সময়টায় মৌসুমী বায়ুর প্রভাবেই বৃষ্টিপাত হচ্ছে। যা আরো কয়েকদি থাকবে। তারপর কমে গিয়ে আবারো শুরু হবে। এ সময়টাতে সমুদ্র বন্দরে ৩ নম্বর এবং নদী বন্দরগুলোতে ১ নম্বর সতর্কতা সংকেত রয়েছে। তিনি বলেন, গতকাল রোববার সকাল ৯ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় বরিশালে ৫০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির কারনে গত কয়েক দিনের থেকে তাপমাত্রাও কিছুটা কমেছে। এদিকে জেলা মৎস অফিসের কর্মকর্তা (হিলসা) বিমল চন্দ্র দাস জানান, এ ধরনের বৃষ্টিকেই মূলত ইলশে গুড়ি বৃষ্টি বলা হয়। বৃষ্টি ও আবহাওটা পুরোপুরি ইলিশের জন্য উপযোগী। এ সময়টায় জেলেদের জালে প্রচুর ইলিশ ধরা পড়ার কথা, মেঘনাসহ কিছু কিছু নদীতে ইলিশ ধরাও পড়ছে। তবে বৃষ্টি আরো কয়েকদিন থাকলে নদ-নদীতে প্রচুর ইলিশ ধরা পড়ার সম্ভাবনা রয়েছে। যার প্রভাব বাজারেও দেখা যাবে। তবে এখন পর্যন্ত বরিশালের বাজারে ইলিশের আমদানি বাড়েনি বলে জানিয়েছেন নগরের পোর্টরোডস্থ বেসরকারি মৎস অবতরণ কেন্দ্রের ব্যবসায়ীরা।