সুন্দরবন ১০ লঞ্চ থেকে নদীতে পড়ে নারী নিখোঁজ সুন্দরবন ১০ লঞ্চ থেকে নদীতে পড়ে নারী নিখোঁজ - ajkerparibartan.com
সুন্দরবন ১০ লঞ্চ থেকে নদীতে পড়ে নারী নিখোঁজ

3:33 pm , July 7, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ দীর্ঘ সময় পার হয়ে গেলেও উদ্ধার হয়নি গজারিয়া নদীতে ঢাকাগামী লঞ্চ থেকে পরে যাওয়া নারীকে। রোববার বেলা দেড়টায় বিষয়টি নিশ্চিত করেছেন মেহেন্দিগঞ্জ থানা পুলিশের ওসি হাফিজুর রহমান। তিনি বলেন, শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে বরিশাল থেকে ঢাকাগামী সুন্দরবন ১০ এর পিছন থেকে হেনারা বেগম (৫০) নামে এক নারী কাজিরহাটের নলবুনিয়া এলাকা সংলগ্ন গজারিয়া নদীতে পরে যায়। খবর পাওয়ার পর থেকে নৌ পুলিশ, ফায়ার সার্ভিস সহ আশপাশের বেশ কয়েকটি থানা পুলিশ উদ্ধার অভিযানে নামে। কিন্তু এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ হেনারা বেগম ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া এলাকার মন্টু হাওলাদারের স্ত্রী।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT