3:24 pm , July 6, 2019
রাজাপুর প্রতিবেদক ॥ রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের একটি পরিত্যক্ত ভবনের কক্ষের জুয়ার আসর থেকে মঠবাড়ি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের (বাদুরতলা স্কুল) সহকারি শিক্ষক নিহার মিস্ত্রীসহ ৬ জুয়ারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে রাজাপুর থানার এসআই আরেফিন ইসলাম বাদি হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে শনিবার সকালে আদালতে পাঠিয়েছে। গ্রেফতারকৃতরা হল- উপজেলার পারগোপালপুর গ্রামের বিড়োধ মিস্ত্রীর ছেলে বাদুরতলা স্কুলের সহকারি শিক্ষক নিহার মিস্ত্রী, রাজাপুর সদরের জাহাঙ্গীর হোসেন ছেলে জাহিদ হোসেন, হারুন মৃধার ছেলে শুক্কুর মৃধা, মৃত নান্নু মৃধার ছেলে লিটন মৃধা, আব্দুল খালেক হাওলাদারের ছেলে শহিদ হাওলাদার ও ঝালকাঠির পূর্ব ভাউতিতা গ্রামের মানিক মাঝির ছেলে আলাউদ্দিন মাঝি। তাদের কাছ থেকে জুয়া খেলার ৪ হাজার ১৫৪ টাকাসহ খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়। রাজাপুর থানার ওসি জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। রাজাপুর থানার এসআই আব্দুর রউফ ও এসআই আরেফিন ইসলাম জানান, তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদক ও জুয়ার বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে বলেও জানায় পুলিশ।